ঈদুল আজহা উপলক্ষে নির্মিত ‘শেষ বিকেল’ শিরোনামের নাটকে অভিনয় করলেন তাহসান খান ও তানজিন তিশা। এতে তানজিন তিশাকে দেখা যাবে ফটোগ্রাফারের চরিত্রে। নাটকের শুটিংয়ের সময় ক্যামেরাবন্দি হন তিশা। নাটকটি নির্মাণ করেছেন পরিচালক তপু খান। মাসুদ উল হাসানের গল্প-ভাবনায় নাটকটি রচনা করেছেন রশিদুর রহমান। ছবি : নাজমুল