রওশন আরা নিপা পরিচালিত ‘মহুয়া সুন্দরী’ ছবির একটি দৃশ্যে জয়রাজের সঙ্গে আলোচিত নায়িকা পরী মণি। এতে খলচরিত্রে অভিনয় করেছেন জয়রাজ। সরকারি অনুদানপ্রাপ্ত এই ছবিতে পরী মণির বিপরীতে অভিনয় করেছেন সুমিত। ২০১৫ সালে ছবিটি নির্মাণ হয়। কবি দ্বিজ কানাই ৩০০ বছর আগে একটি পালাগান রচনা করেন ‘মহুয়া সুন্দরী’ নামে। বিখ্যাত এ পালাগানটি নিয়ে এর আগে দুটি ছবি নির্মিত হয়েছে। ছবি : শাহ সুলতান