পুরান ঢাকার রহমান কাউন্সিলর, পুরান ঢাকায় বেড়ে ওঠা ও এলাকার ত্রাস বনে যাওয়ার ‘আব্বাস’। ‘আব্বাস’ চলচ্চিত্রে এ দুই চরিত্রে দেখা যাবে অভিনেতা জয়রাজ ও নায়ক নিরবকে। সাইফ চন্দন পরিচালিত এ ছবিটি আজ দেশে ৩৭টি সিনেমা হলে মুক্তি পেয়েছে। অ্যাকশন-রোমান্টিক ঘরানার এই চলচ্চিত্রটি মুক্তির আগেই সবার মধ্যে আগ্রহ তৈরি করেছে। পুরান ঢাকায় ছবির দৃশ্য ধারণের সময় এনটিভির ক্যামেরাবন্দি হন জয়রাজ ও নিরব। ছবি : চন্দন