অক্টোবরে মুক্তি পেয়েছে চলচ্চিত্র ‘পবিত্র ভালোবাসা’। ছবিতে জুটিবেঁধে অভিনয় করেছেন নায়িকা মাহিয়া মাহি ও রোকন উদ্দিন। ছবির একটি গানের দৃশ্যে মাহি বেদের মেয়ে ও ছবির নায়ক রোকন উদ্দিন ওঝা হয়ে নেচেছেন। ছবিটি পরিচালনা করেছেন এ কে সোহেল। ‘ইশ ইশ রূপসী’ শিরোনামে এই গানটির শুটিং হয় এফডিসিতে। এ সময় এনটিভি অনলাইনের ক্যামেরাবন্দি হন তারা।এই ছবিতে আরো অভিনয় করেছেন একসময়ের জনপ্রিয় জুটি ফেরদৌস ও মৌসুমী। ছবি : হিমু মৃধা