নায়িকা আইরিন সুলতানা বর্তমানে ‘সেভ লাইফ’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত। তাঁর অভিনীত ছবিগুলোর মধ্যে ‘এক পৃথিবী প্রেম’ বেশ আলোচিত। ২০১৬ সালে ডিসেম্বরে মুক্তি পায় এটি। এস এ হক অলিক পরিচালিত ছবিটিতে আইরিনের নায়ক ছিলেন আসিফ নূর। এর শুটিংয়ের সময় এনটিভি অনলাইনের ক্যামেরাবন্দি হন আইরিন ও আসিফ। ছবি : কামরুল ইসলাম