টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী অহনা অভিনয় করেছেন চলচ্চিত্রেও। গত বছর অক্টোবরে মুক্তি পায় তাঁর অভিনীত চলচ্চিত্র ‘চোখের দেখা’। এটি পরিচালনা করেন প্রয়াত পরিচালক পি এ কাজল। এতে অহনা অভিনয় করেন নায়ক সাইমনের বিপরীতে। ছবির একটি গানের দৃশ্যের শুটিং বান্দরবানের বিভিন্ন মনোরম লোকেশনে করা হয়। সাইমনের সাথে রোমন্টিক দৃশ্যে এনটিভি অনলাইনের ক্যামেরাবন্দি হন তাঁরা। ছবি : কাজী মনির