সিনেমা হলে চলছে চলচ্চিত্র ‘আসমানী’। পল্লীকবি জসীমউদ্দীনের লেখা ‘আসমানী’ কবিতার ছায়া অবলম্বনে এম এ সাখাওয়াত হোসেন নির্মাণ করছেন চলচ্চিত্রটি। ছবিতে অভিনয় করেছেন নায়ক বাপ্পী চৌধুরী ও নবাগত নায়িকা সুস্মি রহমান। ছবির গানের শুটিংয়ের সময় এনটিভি অনলাইনের ক্যামেরাবন্দি হন তাঁরা দুজন। ছবি : আমিন