তরুণ সংগীতশিল্পী শেখ সাদী ‘ললনা’ শিরোনামে একটি গানে কণ্ঠ দিয়েছেন। এর কথা ও সুর দিয়েছেন তিনি নিজেই। তাঁর সঙ্গে গানের ভিডিওতে মডেল হয়েছেন মারিয়া ননি। ভিডিওটি পরিচালনা করেছেন সৈকত রেজা। সম্প্রতি সিএমভির ইউটিউব চ্যানেলে গানটির ভিডিও প্রকাশিত হয়েছে। গানটির শুটিংয়ের সময় ক্যামেরাবন্দি হন সাদী ও মারিয়া। ছবি : সংগৃহীত