গল্পের প্রয়োজনে ভিন্ন ভিন্ন লুক নিয়ে দর্শকের সামনে হাজির হন শাকিব খান। আসন্ন ঈদে মুক্তির জন্য প্রস্তুত জাকির হোসেন রাজু পরিচালিত ‘মনের মতো মানুষ পাইলাম না’ ছবিটি। ছবিতে নতুন লুকে দেখা যাবে শাকিব খানকে। ছবির সিক্যুয়েন্সের শুটিংয়ের সময় ক্যামেরাবন্দি হন শাকিব। ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন তাঁর নায়িকা শবনম বুবলী। ছবি : আইয়ুব আকন্দ