‘অন্ধকার জগৎ’ ছবিতে পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন নায়িকা মাহিয়া মাহি। বদিউল আলম খোকন পরিচালিত ছবিটি গত ২২ ফেব্রুয়ারি সারা দেশে মুক্তি পায়। এতে নায়িকা মাহি জুটি বেঁধে অভিনয় করেছেন ডি এ তায়েবের সঙ্গে। চলচ্চিত্রটির খল নায়ক চরিত্রে অভিনয় করেন সিমান্ত। এফডিসিতে শুটিংয়ের সময় এনটিভি অনলাইনের ক্যামেরাবন্দি হন মাহি ও সিমান্ত। ছবি : আইয়ুব আকন্দ