চলচ্চিত্রে হাস্যরস সৃষ্টি করতে যুক্ত করা হয় কমেডি দৃশ্য। ‘প্রতিশোধের আগুন’ ছবিতে কমেডি দৃশ্যে অভিনয় করেন সরল হাসমত ও নিহারিকা। গাজীপুরের পুবাইলে ছবির শুটিংয়ের সময় এনটিভি অনলাইনের ক্যামেরাবন্দি হন তাঁরা। মোহাম্মদ আসলাম পরিচালিত এই ছবিটি গত ৫ এপ্রিল মুক্তি পেয়েছে। ছবি : আজাদ