‘চোখের দেখা’ চলচ্চিত্রের একটি গানের দৃশ্যে চিত্রনায়ক সাইমন ও নায়িকা অহনা। বান্দরবানের বিভিন্ন মনোরম লোকেশনে গানটির দৃশ্যধারণ করা হয়। পি এ কাজল পরিচালিত ছবিটি দুই বছর আগে সারা দেশে মুক্তি পায়। এর আগে ‘চাকরের প্রেম’, ‘জলদস্যু রক্তরহস্য’ ও ‘দুই পৃথিবী’ চলচ্চিত্রে অভিনয় করেন ছোটপর্দার অভিনেত্রী অহনা। ছবি : মোহাম্মদ মনির