‘যে গল্পে ভালোবাসা নেই’ ছবিটিতে অভিনয় করেছেন নায়িকা তানহা মৌমাছি। এখানে তিনি নায়ক সুমিতের বিপরীতে অভিনয় করেছেন। পরিচালনা করেছেন রয়েল খান। ছবির গানের একটি দৃশ্যে এনটিভি অনলাইনের ক্যামেরাবন্দি হন তানহা। গত বছরের জানুয়ারিতে মুক্তি পেয়েছিল ছবিটি। ছবি : কামরুল ইসলাম