বড় পর্দায় নায়ক হিসেবে এসেছেন ‘ঢাকা অ্যাটাক’খ্যাত খল অভিনেতা তাসকিন রহমান। গত শুক্রবার ‘বয়ফ্রেন্ড’ চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে। ছবিতে ‘মনে মনে গোপনে’ শিরোনামের একটি গানের দৃশ্যে তাসকিনের সঙ্গে অভিনয় করেছেন নবাগত অভিনেত্রী লোপা নাহার। এফডিসিতে হয় এই গানের শুটিং। ছবিটি পরিচালনা করছেন উত্তম আকাশ। ছবির শুটিংয়ের সময় এনটিভি অনলাইনের ক্যামেরাবন্দি হন তাঁরা। ছবি : আলতাফ