সঞ্জয় সমদ্দার নির্মাণ করেছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ভালো থাকার গল্প’। ছবির ‘আজ থেকে মন’ শিরোনামে গানটিতে কণ্ঠ দিয়েছেন কনা ও আহম্মেদ হুমায়ূন। এ মিজানের কথায় গানটির সংগীত পরিচালনা করেছেন হুমায়ূন নিজেই। গানের ভিডিওর একটি দৃশ্যে ছবির অভিনয়শিল্পী তৌসিফ মাহবুব ও মাহা শিকদার। সিএমভির ব্যানারে নির্মিত ছবিটি শিগগির ইউটিউবে মুক্তি পাবে। ছবি : সংগৃহীত