ফজলুল সেলিম পরিচালিত ‘লেদারের জ্যাকেট’ নাটকের একটি দৃশ্যে ফারহান আহমেদ জোভান ও সাফা কবির। এনটিভিতে আজ শুক্রবার রাত ৯টা ৫ মিনিটে নাটকটি প্রচারিত হবে। এখানে আবীর চরিত্রে জোভান ও ইরা চরিত্রে সাফা কবির অভিনয় করেছেন। নাটকটি লিখেছেন দয়াল সাহা। ছবি : সংগৃহীত