রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় গতকাল রোববার রাতে এনটিভির নবনির্মিত স্টুডিওর উদ্বোধন করা হয়। এ উপলক্ষে স্টুডিওতে জমকালো কনসার্টের আয়োজন করা হয়েছিল। গ্রামীণফোন প্রেজেন্টস ‘লিভিং উইথ জয়’ শীর্ষক কনসার্টটি ‘পাওয়ার্ড বাই বিজলী কেবলস’। আয়োজনে তরুণ প্রজন্মের সংগীতশিল্পী কনা, রাজিব, লিজা, কিশোর, সিঁথি এবং ব্যান্ড সোলস গান পরিবেশন করে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ইভান ও লাবণ্য। অনুষ্ঠানে ছিলেন এনটিভির পরিচালক নুরুদ্দিন আহমেদ, হেড অব নিউজ খায়রুল আনোয়ার মুকুল, মানবসম্পদ ও প্রশাসন বিভাগের প্রধান ইঞ্জিনিয়ার সুলতানা এ. বানু, হেড অব ফাইন্যান্স গোলাম রওশন ইয়াজদানী, হেড অব এনটিভি অনলাইন ফকরউদ্দীন জুয়েলসহ প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগের কর্মীরা। ছবি : সাইফুল সুমন