রূপকথার গল্প নিয়ে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘মায়া মসনদ’। তারকাবহুল নাটকটি পরিচালনা করেছেন এস এম সালাউদ্দীন। পর্ব পরিচালনা করেছেন মাকসুদুল হক ইমু। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সোহেল রানা, সাবেরী আলম, শতাব্দী ওয়াদুদ, গোলাম ফরিদা ছন্দা, অবিদ রেহান, শশী, নিলয় আলমগীর, নমিরা মৌ, মৌসুমী নাগ, মোমেনা চৌধুরী, সৈয়দ শুভ্র, ইলোরা গহর, শম্পা রেজা, শিল্পী সরকার অপু, উজ্জ্বল হোসেন, দাউদ নূর প্রমুখ। নাটকের দৃশ্যে সাবলীল ভঙ্গিতে ক্যামেরায় ধরা পড়েছেন শিল্পীরা। নাটকটি আসছে ২৮ জুলাই থেকে প্রতি শনি ও রোববার রাত ৮টা ২০ মিনিটে এনটিভিতে প্রচারিত হবে। ছবি : এনটিভি