এনটিভিতে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘মিস্টার টেনশন’। নাটকটি ৫ জুলাই থেকে প্রতি সপ্তাহের বৃহস্পতি ও শুক্রবার রাত ৮টা ২০ মিনিটে প্রচারিত হবে। নাটকটি আদিবাসী মিজান ও জাকির হোসেন উজ্জ্বলের যৌথ রচনায় পরিচালনা করেছেন আদিবাসী মিজান। নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান। নাটকটিতে আরো অভিনয় করেছেন শখ, ফজলুর রহমান বাবু, সুমাইয়া শিমু, নাদিয়া, মৌসুমী হামিদ, সাদিয়া জাহান প্রভা, শামীমা নাজনীন, দিলারা জামান, আরফান আহমেদ, মারজুক রাসেল, ড. এনামুল হক, জোভান, এ্যানি খান, তাসনুভা এলভিন প্রমুখ। ছবি : সংগৃহীত