‘রাজা রানী’ নাটকের একটি দৃশ্যে আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। রূপক বিন রউফ ও তানিন রহমানের যৌথ রচনায় নাটকটি পরিচালনা করেছেন রূপক বিন রউফ। আজ শুক্রবার রাত ৯টা ৫ মিনিটে এনটিভিতে নাটকটি প্রচারিত হবে। নাটকটিতে আরো অভিনয় করেছেন শেলী আহসান, তৌফিক ঈমন, ইতি প্রমুখ। ছবি : সংগৃহীত