‘পোর্ট্রেট’টেলিছবির শুটিংয়ের ফাঁকে পূর্ণিমা, ইমন ও নিরব। রুম্মান রশীদ খানের রচনায় টেলিছবিটি পরিচালনা করেছেন মাকসুদুর রহমান বিশাল। আগামীকাল বুধবার ঈদের পঞ্চম দিন দুপুর ২টা ২০ মিনিটে এনটিভিতে টেলিছবিটি প্রচারিত হবে। টেলিছবিটিতে আরো অভিনয় করেছেন সাবেরী আলম, সিদ্দিক, তাসনিয়া ফারিন প্রমুখ। ছবি : শেখ রুমু