মো. মেহেদী হাসান জনি পরিচালিত ‘আমার একটা গল্প বলার শখ’ টেলিফিল্মের একটি দৃশ্যে সাবিলা নূর। টেলিফিল্মটি লিখেছেন সাইফুর রহমান কাজল। ঈদের দিন দুপুর ২টা ২০ মিনিটে এনটিভিতে প্রচারিত হবে ঈদের বিশেষ এই টেলিফিল্ম। টেলিফিল্মটিতে আফরান নিশো ও সাবিলা নূর ছাড়াও অভিনয় করেছেন শার্লিন ফারজানা, ফখরুল বাশার, মিলি বাশার, বাশার বাপ্পী, অনিক খান প্রমুখ। ছবি : সংগৃহীত