মডেল, নৃত্যশিল্পী ও উপস্থাপক বারিশ হক। কাজ নিয়েই ব্যস্ত থাকেন। ‘পারমিতা’ ও ‘মরীচিকা’ নামের দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করেছেন। র্যাম্প মডেল হিসেবে অধিক পরিচিত। তবে উপস্থাপনায় প্রতিষ্ঠা চান বারিশ। ভালো গল্পের চরিত্র পেলে কাজ করবেন বড়পর্দায়। সম্প্রতি এনটিভি অনলাইনের ফটোশুটে অংশ নেন বারিশ। পরেছিলেন ক্রিম রঙের টি-শার্ট, নীল জিন্স। টি-শার্টের ওপর জড়িয়েছিলেন নীল ডেনিম। ছবি : শামছুল হক রিপন