বর্তমান সময়ের আলোচিত ঢালিউড অভিনেত্রী তানহা মৌমাছি। তাঁর প্রথম চলচ্চিত্র ‘যে গল্পে ভালোবাসা নেই’। এ পর্যন্ত মুক্তি পেয়েছে তাঁর অভিনীত চারটি সিনেমা। কদিন আগে তানহা চুক্তিবদ্ধ হয়েছেন ‘দখল’ শিরোনামের একটি চলচ্চিত্রে। ছবিতে তিনি জুটি বাঁধবেন চিত্রনায়ক মারুফের সঙ্গে। বর্তমানে কাজ করছেন ‘ইয়েস ম্যাডাম’ ছবিতে। সম্প্রতি এনটিভি অনলাইনের ফটোশুটে অংশ নেন তিনি। পরেছিলেন কালো শার্ট ও হট প্যান্ট। একঝলকে দেখে নিন তানহার কয়েকটি আগুনঝরা স্থিরচিত্র।