ঢাকায় আইপিপিএফ প্রতিনিধিদল
বিশ্বব্যাপী স্বাস্থ্যসেবা প্রদানকারী সংস্থা ইন্টারন্যাশনাল প্ল্যানড প্যারেন্টহুড ফেডারেশনের (আইপিপিএফ) একটি প্রতিনিধি দল ঢাকায় এসেছে। সংস্থাটির দক্ষিণ এশিয়া আঞ্চলিক অফিসের পরিচালক সোনাল মেহতার নেতৃত্বে তাদের নবনিযুক্ত বাস্তবায়নকারী পিএসটিসি ও বন্ধু’র মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শনে দলটি ঢাকা সফরে এসছে।
গতকাল বুধবার (৬ ডিসেম্বর) প্রতিনিধি দলটি রাজধানীর মুগদায় পিএসটিসির নগর মাতৃসদন, আফতাবনগরে পিএসটিসি মডেল ক্লিনিকসহ অন্যান্য কার্যক্রম পরিদর্শন করে। পরিদর্শন শেষে সোনাল মেহতা বলেন, আইপিপিএফ এর বাস্তবায়নকারী সংস্থা পিএসটিসি ও বন্ধু’র সঙ্গে আগামী দিনেও তরুণ ও মহিলা ক্ষমতায়ন, যৌন ও প্রজনন স্বাস্থ্য উন্নয়নের জন্য আরও নিবিড়ভাবে এক সঙ্গে কাজ করবে।
প্রতিনিধি দলটি পিএসটিসি বোর্ড চেয়ার ড. গোলাম রহমান ও নির্বাহী পরিচালক ড. নূর মোহাম্মদসহ পিএসটিসির ব্যবস্থাপনা দলের সঙ্গে মতবিনিময় করেন। সোনাল মেহতা ছাড়াও প্রতিনিধি দলে আরও রয়েছে সদস্য সংস্থার উন্নয়ন পরিচালক মোরশেদা চৌধুরী ও উপদেষ্টা সদস্য অর্পিতা দাস।