অষ্টম শ্রেণি পাসে নিয়োগ দেবে নিটল মোটরস
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নিটল মোটরস লিমিটেড। প্রতিষ্ঠানটিতে ‘মেকানিক/অপারেটর ’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইলনে সহজেই আবেদন করতে পারবেন।
পদের নাম
মেকানিক/অপারেটর (টায়ার রিট্রেডিং)
শিক্ষাগত যোগ্যতা
প্রার্থীকে অষ্টম শ্রেণি পাস হতে হবে। বয়স ২৪ থেকে ৪০ বছর।পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। যেকোনো টায়ার ফ্যাক্টরি রিট্রেডিং, কোল্ড প্রসেস মেশিনে কাজ করার দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। দিন অথবা রাতের শিফটে দায়িত্ব পালন করার মানসিকতা থাকতে হবে। ভারী কাজ করার মানসিকতা থাকতে হবে। ছাতক (সিলেট) কারখানা চত্বর ছাতক (সিলেট) থাকতে হবে । আবাসন (থাকার) ব্যবস্থা করা হবে।
কর্মস্থল
সুনামগঞ্জ (ছাতক)।
বেতন
আলোচনা সাপেক্ষে
আবেদনের পদ্ধতি
আগ্রহী প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ
১৫ ডিসেম্বর, ২০২২।
সূত্র : বিডিজবস