একাধিক পদে নিয়োগ দেবে ঢাকামেইল
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকামেইল ডমকম। প্রতিষ্ঠানটিতে ‘প্রতিবেদক ও সহ-সম্পাদক’ পদে মোট ১১ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম
প্রতিবেদক (ক্রাইম বিট, শিক্ষা বিট, সচিবলায় বিট, অর্থনীতি বিট, কূতনৈতিক বিট, নির্বাচন কমিশন (ইসি) বিট) ও সহ-সম্পাদক।
পদসংখ্যা
মোট ১১ জন।
বেতন
আলোচনা সাপেক্ষে।
আবেদনের প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা প্রয়োজনীয় কাজগপত্র সহ সিভি ইমেইল করতে পারবেন ([email protected]) এই ঠিকানায়।
আবেদনের শেষ তারিখ
২৭ নভেম্বর, ২০২২।
সূত্র : প্রতিষ্ঠান ওয়েবসাইট।
বিস্তারিত বিজ্ঞপ্তিতে