ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সিনিয়র মেকানিক পদে লিখিত পরীক্ষার ফল প্রকাশ
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ১০ম গ্রেডের সিনিয়র মেকানিক ও গ্রাফিক ডিজাইনার এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের সিনিয়র ইন্সট্রাক্টর (ট্রেড) (১১তম গ্রেড) পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। মোঃ নজরুল ইসলাম (পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) ও যুগ্মসচিব) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সিনিয়র মেকানিক (১০ম গ্রেড) পদে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় সাময়িকভাবে ৭৮ জন উত্তীর্ণ হয়েছেন। তবে গ্রাফিক ডিজাইনার পদের লিখিত পরীক্ষায় কোনো প্রার্থী উত্তীর্ণ হয়নি।
এছাড়া মহিলা বিষয়ক অধিদপ্তরের ১১ তম গ্রেডের সিনিয়র ইন্সট্রাক্টর (ট্রেড) (হস্তশিল্প ও সমজাতীয় প্রশিক্ষণ শাখা) পদে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় একজন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। তবে এ অধিদপ্তরের সিনিয়র ইন্সট্রাক্টর (ট্রেড) (বৃত্তিমূলক, বাণিজ্যিক,শিল্প ও নকশা শাখা) ও সিনিয়র ইন্সট্রাক্টর (ট্রেড) (দপ্তর বিজ্ঞান) পদের লিখিত পরীক্ষায় কেউ উত্তীর্ণ হয়নি।
মৌখিক পরীক্ষার তারিখ, সময়সূচি ও বিস্তারিত তথ্য পরবর্তীতে জাতীয় দৈনিক এবং কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
সূত্র: বাংলাদেশ কর্ম কমিশনের নিজস্ব ওয়েবসাইট।
বিস্তারিত বিজ্ঞপ্তিতে