ঢাকায় নিয়োগ দেবে আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ । প্রতিষ্ঠানটিতে অধ্যাপক/ সহযোগী অধ্যাপক/ সহকারী অধ্যাপক পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পদের নাম
অধ্যাপক/ সহযোগী অধ্যাপক/ সহকারী অধ্যাপক।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
প্রার্থীকে এমবিবিএস, এফসিপিএস/এমসিপিএস/এমফিল/ এমএস/এমডি/ডিএফএম/এমপিএইচ/ডিডিভি/ডিবিএসটি/ডিএমআরডি অথবা সমমানের ডিগ্রি।নিয়োগের ক্ষেত্রে বিএমএন্ডডিসি ও বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুসরণ করা হবে।
কর্মস্থল
ঢাকা ।
বেতন
প্রতিষ্ঠানের নির্ধারিত কাঠামো অনুযায়ী বেতন প্রদান করা হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা খামের উপর পদ ও কলেজের নাম উল্লেখপূর্বক সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, আবেদনপত্র, জীবন বৃত্তান্ত ও শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপিসহ ৩০ নভেম্বর ২০২২-এর মধ্যে মানব সম্পদ বিভাগ, আদ্-দ্বীন ফাউণ্ডেশন, করপোরেট অফিস (৬ষ্ঠ তলা), ২ বড় মগবাজার, ঢাকায় প্রেরণ করতে হবে।
আবেদনের শেষ তারিখ
৩০ নভেম্বর, ২০২২।
সূত্র : বিডিজবস