ঢাকায় নিয়োগ দেবে রক্সি পেইন্টস
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রক্সি পেইন্টস লিমিটেড। প্রতিষ্ঠানটিতে ‘অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ/ সিনিয়র ম্যানেজার’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম
অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ/ সিনিয়র ম্যানেজার (এইচআর অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন)।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে এইচআরএম বিষয়ে বিবিএ/ এমবিএ পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। পিজিডিএইচআরএম কোর্স সম্পন্ন হলে অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়াও এইচআরএম, কম্প্লায়েন্স, শ্রম আইন সম্পর্কে জানাশোনা থাকতে হবে। পদ সংশ্লিষ্ট কাজে তিন থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অ্যাডমিনিস্ট্রেশন, এইচআর, কমপ্লায়েন্স , স্বাস্থ্য ও সেলফটি বিষয়ে জানাশোনা থাকতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। এমএস অফিস অ্যান্ড পেরোল সম্পর্কে ধারণা থাকতে হবে। চাপ সামলে কাজের আগ্রহ থাকতে হবে। ২৫ থেকে অনূর্ধ্ব ৩৫ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।
কর্মস্থল
ঢাকা।
বেতন
আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে গ্র্যাচুইটি, বছরে দুইবার উৎসব ভাতা, দুপুরের খাবার ও মোবাইল বিল প্রদান করা হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ
১৫ ডিসেম্বর, ২০২২।
সূত্র : বিডিজবস