স্নাতক পাসে নিয়োগ দেবে হোমবাউন্ড
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে হোমবাউন্ড । প্রতিষ্ঠানটিতে ‘এক্সিকিউটিভ - কাস্টমার সার্ভিস ’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পদের নাম
এক্সিকিউটিভ - কাস্টমার সার্ভিস।
যোগ্যতা
প্রার্থীকে যেকোনো স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে বিবিএ/স্নাতক ডিগ্রি পাস হতে হবে।বয়স ২৫ থেকে ৩৫ বছর। সমস্ত রপ্তানি এবং আমদানি সংক্রান্ত ডকুমেন্টেশনের সাথে পরিচিত হতে হবে।
রপ্তানি ও আমদানি নীতি আদেশ সম্পর্কে সচেতন হতে হবে, সরকার SRO/শুল্ক আইন, H.S কোড এবং বাণিজ্যিক নথি যেমন L/C, LCA, B/L, EXP, ইত্যাদি। শিপমেন্ট বিভাগ সম্পর্কে জ্ঞান: ব্যক্তিগত প্রভাব, বাণিজ্যিক আইটেম এবং বিপজ্জনক পণ্য ইত্যাদি। কাস্টমস সফটওয়্যার কিভাবে ব্যবহার করতে হয় তা জানতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছরের অভিজ্ঞতা। কম্পিউটার জ্ঞান, এমএস-অফিস প্রয়োজন। বাংলা এবং ইংরেজি উভয় ভাষায় লিখিত ও মৌখিক যোগাযোগে সাবলীল। চমৎকার আন্তঃব্যক্তিক এবং যোগাযোগ দক্ষতা সহ একটি মনোরম ব্যক্তিত্ব থাকতে হবে।
কর্মস্থল
ঢাকা।
বেতন
কোম্পানি একটি আকর্ষণীয় পারিশ্রমিক এবং বেনিফিট প্যাকেজ অফার করে যার একটি চমৎকার ক্যারিয়ার বৃদ্ধির সুযোগ রয়েছে।
আবেদনের পদ্ধতি
আগ্রহী প্রার্থীরা বিডিজবস অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ
১ ডিসেম্বর, ২০২২।
সূত্র : বিডিজবস