রানওয়েতে সিলের রৌদ্রস্নান!
আলাস্কা পৃথিবীর ঠান্ডা অঞ্চলগুলোর মধ্যে অন্যতম। এ অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ প্রাণী হচ্ছে সিল। ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনাল অনলাইনে প্রকাশিত একটি খবরে জানা যায়, এবার আলাস্কার উইলি পোস্ট-উইল রজার্স মেমোরিয়াল বিমানবন্দরে একটি সিলের কাণ্ডে বাধাপ্রাপ্ত হয় উড়োজাহাজের উড্ডয়ন। হবে না কেন? ৪৫০ পাউন্ড ওজনের বিশাল এক সিল শুয়ে ছিল রানওয়ের এক্কেবারে মাঝখানে, খুব আরাম করে রৌদ্রস্নান করছিল যেন। তাই তাকে সরাতে ডাকতে হলো প্রাণী নিয়ন্ত্রণ কর্মকর্তাদের।
বিমানবন্দরের কর্মী স্কট ব্যবকক ফেসবুকে সিলটির ফটো এবং ভিডিও পোস্ট করেন। পরে আলাস্কার পরিবহন বিভাগও ফটোটি শেয়ার করে এবং বিমানবন্দরে সিলদের বিষয়ে পাইলটদের সতর্ক থাকার পরামর্শ দেয়। কর্মকর্তারা জানান, এর পূর্বে রানওয়েতে পোলার বিয়ার, ক্যারিবো এবং মাস্ক ওক্সের মতো প্রাণীদের দেখা গেলেও সিলের দেখা এবারই প্রথম। গুরুত্বপূর্ণ অতিথিই বটে।