আপনি কী সম্পর্কের জন্য প্রস্তুত? জেনে নিন ৫ লক্ষণ
সম্পর্ক ভেঙ্গে গেলে নতুন সম্পর্কে জড়াতে সময় লাগে। একদিনেই সব সম্ভব না। এ জন্য আগে নিজেকে সময় দিন। হতাশ হবেন না। বন্ধুদের সাথে সময় কাটান। ঘুরতে যান। এরপর যদি মনে হয় নতুন কাউকে নিয়ে জীবনে এগিয়ে যাবেন, তবে তাই করুন। কিন্তু অনেকেরই নতুন সম্পর্ক শুরু করতে জড়তা থাকে। নতুন সঙ্গী নিয়ে এগোতে প্রস্তুতি নাও থাকতে পারে। তাই এই লক্ষণগুলি আগে জেনে নিন। বুঝে নিন নতুন সম্পর্কের জন্য আপনি প্রস্তুত কিনা।
প্রাক্তনকে না ভুলতে পারলে
আপনি কী এখনও আপনার প্রাক্তনকে ভুলতে পারছেন না? এখনও তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফলো করছেন? আবার প্রাক্তনের সাথে জড়িত বা সম্পর্কিত মানুষদের সাথেও দেখা করেও হয়তো খবর নিচ্ছেন। তাহলে আপনি মোটেও নতুন সম্পর্কের জন্য প্রস্তুত নন। এমন অনুভূতিগুলি ধরে রাখা সুখকর নয়। এটি আপনাকে সামনে এগােতে দিবে না। আপনি আপনার অতীত নিয়েই থাকবেন।
অস্বাস্থ্যকর সম্পর্কের ইতিহাস
অতীতে মানসিকভাবে অপমানজনক সম্পর্কে জড়িয়ে থাকলে আপনি নতুন সম্পর্কে জড়াতে ভয় পেতে পারেন। এ ক্ষেত্রে, আপনি সব সময় এক ধাপ পিছিয়ে যাবেন। তাই নিজের মানসিক সুস্থতা নিয়ে ভাবুন। তা না হলে আবার খারাপ সম্পর্কের পুনরাবৃত্তি হতে পারে।
নিজের প্রয়োজনকে অগ্রাধিকার দেন না
আপনি যদি সর্বদা অন্যের প্রয়োজনকে অগ্রাধিকার দেন, তবে আপনি সম্পর্কের জন্য প্রস্তুত নাও হতে পারেন। সম্পর্কের মধ্যে থাকার জন্য দেওয়া-নেওয়ার ভারসাম্য প্রয়োজন। এক তরফা দিয়ে গেলেই সম্পর্ক টিকে থাকে না। এ ক্ষেত্রে, দুইজনেরই সমান অগ্রাধিকার দরকার।
একা থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না
যদি একা একটি সন্ধ্যা কাটানোর ধারণা আপনাকে চিন্তায় ভরিয়ে দেয়, তবে আপনি সম্পর্কের জন্য প্রস্তুত নাও হতে পারেন। কোনো সম্পর্ক শুরু করার আগে আপনার নিজের সাথে সময় কাটানো জরুরি। নিজের সঙ্গ ভালো না লাগলে কারও সাথে সময় কাটাতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন না।
কী চান সে সম্পর্কে আপনার স্পষ্ট ধারণা নেই
আপনি যদি নিশ্চিত না হন যে, আপনি কোনো সম্পর্কের মধ্যে কী খুঁজছেন তবে আপনি সম্পর্ক শুরু করার জন্য প্রস্তুত নাও হতে পারেন। আপনার লক্ষ্য এবং মূল্যবোধগুলি কী তা নির্ধারণ করতে কিছুটা সময় নিন। এরপর সম্পর্ক নিয়ে এগিয়ে যান।
সুত্র- হিন্দুস্তান টাইমস