ইফতারে রুহ আফজার ফালুদা
এই গরমে ইফতারে ফালুদা আপনাকে সতেজ করে তুলবে। এটি খুবই মজাদার। সারাদিন রোজা রাখার পর এক গ্লাস ফালুদা আপনাকে দেবে স্বস্তি। আপনার শরীর ঠাণ্ডা করে তুলবে। ঘরে থাকা কিছু উপাদান দিয়ে আজ ইফতারে ফালুদা বানিয়ে ফেলুন। এটি সব বয়সের মানুষের কাছে খুব প্রিয়।
উপকরণ
রুহ আফজা- ১ চা চামচ
নুডুলস(সিদ্ধ করা)- ১ টেবিল চামচ
ঠাণ্ডা দুধ - ৩০০ মিলি
তোকমা(ভেজানো)- ১ চা চামচ
ভ্যানিলা আইসক্রিম -১ স্কুপ
প্রস্তুত
একটি গ্লাস নিন। এতে তোকমা, রুহ আফজা দিয়ে একটি লেয়ার করে নিন।
এরপর নুডুলস ও ঠাণ্ডা দুধ দিন।
এবার উপরে ভ্যানিলা আইসক্রিম দিয়ে দিন। এবার মন মত পরিবেশন করুন ঠাণ্ডা রুহ আফজা ফালুদা।