ইফতার করুন কাঁচা আমের চাটনি দিয়ে
ইফতারে আমরা সবাই ভাজাপোড়া খেয়ে থাকি। পিয়াজু, বেগুনি, চপ আমরা সবাই খেতে পছন্দ করি। ইফতারে এই আইটেমগুলি আরও মজাদার করতে সঙ্গে রাখুন চাটনি। এ ক্ষেত্রে, কাঁচা আমের চাটনি আপনি নিজেই ঘরে বসে বানিয়ে নিতে পারবেন। এটি সহজে হজমের পাশাপাশি খাবারে স্বাদ বাড়াতে সাহায্য করে।
উপাদান
কাঁচা আম ১টি
পুদিনা পাতা ১ কাপ
ধনে পাতা ১ কাপ
আদা ১ চা চামচ
কাঁচা মরিচ ১ টি
নারকেল কুচি ২ টেবিল চামচ
চিনি আধা চা চামচ
লবণ স্বাদ অনুযায়ী
প্রস্তুত প্রণালি
- মিক্সারে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। এবার একটি পাত্রে ছেঁকে নিন।
- এখন এই চাটনি বোতলে ভরে, ফ্রিজে সংরক্ষণ করুন।