যে ৬ ভুল দম্পতিদের এড়ানো উচিত
দাম্পত্য সম্পর্কগুলি প্রতিশ্রুতিবদ্ধ। জীবনের এই সময়ের অভিজ্ঞতা অন্যরকম। এ সময় অনেক কিছু মেনে চলতে হয়। তারপরও অনেক দম্পতি এমন ভুল করে যা হতাশা ও অনুভূতিতে আঘাত করে। এমনকি সম্পর্কের অবসান ঘটাতে পারে। কিছু কার্যকলাপ সম্পর্কের ভিত্তিকে দুর্বল করতে পারে। এ জন্য সম্পর্কের মাঝে ভুলগুলি বুঝতে হবে। সেগুলো কাটানোর চেষ্টা করতে হবে। সঙ্গীর সাথে আপনার বন্ধনকে শক্তিশালী করতে হবে। একটি দীর্ঘস্থায়ী ও পরিপূর্ণ সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করতে হবে।
সহনশীলতার অভাব
পৃথিবীর কোনো সম্পর্কই নিখুঁত নয়। এ জন্য সঙ্গীকে পরিবর্তন করার চেষ্টা করবেন না। এর পরিবর্তে নিজের কথা ভাবুন। নিজের ভুল ধরার চেষ্টা করুন। নিজের সহ্য ক্ষমতা বাড়ান। সময় বুঝে সঙ্গীকে তার ভুলগুলি ঠাণ্ডা মাথায় বোঝান।
চাহিদা থাকা
বেশি চাহিদা থাকলে জীবনে কষ্ট পাবেন। কারো থেকে প্রত্যাশা রাখবেন না। প্রয়োজনীয় চাহিদা পূরণ করুন।
সম্পর্ক নিয়ে ভাবা
আপনার জীবনে পরিপূর্ণতা খুঁজে পেতে বিভিন্ন ক্রিয়াকলাপে অংশগ্রহণ করুন। এটি আপনাকে হতাশা থেকে বিরত রাখবে। সারাদিন সম্পর্ক নিয়ে ভাববেন না। এতে আপনার সঙ্গীও চাপে থাকবে। নিজেকে স্পেস দিন। এর ফলে সম্পর্ক থাকবে অটুট।
দোষারোপ করা
আপনার সঙ্গীকে দোষারোপ করা বন্ধ করুন। কঠিন পরিস্থিতিতে নিজের ওপর দায়িত্ব নিন। কারণ এটি সম্পর্কে পরিবর্তন আনতে পারে। এতে সম্পর্কের গতিশীলতায় ইতিবাচক প্রভাব ফেলবে।
আশা রাখা
সঙ্গীর থেকে বেশি আশা রাখবেন না। এতে আঘাত পাবেন। সবাই এক রকম না। আশা কম রাখলে, আপনার সঙ্গী যতটুকুই করুক না কেনো আপনার জন্য, আপনি খুশি থাকবেন।
কাউন্সেলিং
সম্পর্কে বেশি সমস্যা দেখা দিল কাউন্সেলিংয়ে যান। এ সব কাউন্সেলিংয়ের মাধ্যমে আপনি অনেক কিছু শিখতে পারবেন। আপনার সম্পর্কে উন্নতি হবে।
সূত্র- হিন্দুস্তান টাইমস