বিবিআনা ‘সিম্ফনি অব নিডল-ওয়ার্ক, ২০১৫’
ফ্যাশন হাউস বিবিআনার আয়োজনে গতকাল ১৬ জুন থেকে শুরু হয়েছে সূচিশিল্পবিষয়ক প্রদর্শনী ‘সিম্ফনি অব নিডল-ওয়ার্ক, ২০১৫’। চলবে আগামী ২৫ জুন পর্যন্ত। ধানমণ্ডির ইএমকে সেন্টারে ১০ দিনব্যাপী এই আয়োজনে রয়েছে বাংলাদেশের ঐতিহ্যবাহী সূচিশিল্পের নান্দনিক নমুনা ও চিরায়ত এবং সমসাময়িক পোশাকে তার প্রয়োগের শৈল্পিক উপস্থাপন। সন্ধ্যায় প্রদর্শনীটি উদ্বোধন করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট ও আক্কু চৌধুরী।
অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট বলেন, ‘আমি বিশ্বাস করি নারীদের উন্নতি হলে দেশের উন্নতি সম্ভব। লিপি খন্দকারের এই প্রদর্শনী নামমাত্র কোনো প্রদর্শনী নয়। এখানে নারীদের সৃষ্টিশীল কাজকে প্রদর্শনীর মাধ্যমে ফুটিয়ে তোলা হয়ছে।’
ডিজাইনার লিপি খন্দকারের কনসেপ্ট ও কিউরেশনে প্রদর্শনীতে সূচিশিল্পনির্ভর শাড়ি, জ্যাকেট, লাল, স্কার্ফ, হ্যান্ডব্যাগ, বটুয়া, নেকলেস এবং প্রায় ১০০ ধরনের সেলাইয়ের নমুনা স্থান পেয়েছে। শিল্পরসিক ও তরুণ প্রজন্মের কাছে বাংলার প্রাচীন সেলাই ও এর বর্তমান রূপ পৌঁছে দেওয়াটাই এ প্রদর্শনীর মূল লক্ষ্য।
বিবিআনার কর্ণধার লিপি খন্দকার এনটিভি অনলাইনকে বলেন, ‘বিবিআনা শুরু থেকেই দেশ ও বিদেশের মাটিতে দেশীয় শিল্পকে তুলে ধরার চেষ্টা করেছে। এই প্রদর্শনীর মাধ্যমে আমরা সূচিশিল্পের নান্দনিক নমুনা পোশাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। এটি শুধু একটি ডিজাইন নয়। এর প্রতিটি ফোঁড়ে একেকটি গল্প লুকানো রয়েছে, যা আমরা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার চেষ্টা করছি।’
উদ্বোধনী অনুষ্ঠানে সেলাইশিল্পী মো. হারুন আর রশিদকে সম্মাননা সূচক ক্রেস্ট দেওয়া হয়। প্রতিদিন (শুক্রবার বাদে) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭ পর্যন্ত এই প্রদর্শনী চলবে। এখানে চাইলে আপনি পছন্দের পোশাকটি বুকিং দিতে পারবেন। পরে বিবিআনার যেকোনো আউটলেট থেকে পোশাকটি কিনতে পারবেন।