রাশিফল
ঝুঁকি নেবেন না তুলা, বৃশ্চিকের দাম্পত্য শুভ
আজ যদি আপনার জন্মদিন হয়, তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কন্যা রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৫। আপনার ওপর প্রভাবকারী গ্রহ বুধ। আপনার শুভসংখ্যা ৫। শুভবার বুধবার। শুভ রত্ন পান্না। প্রকৃতিগতভাবে আপনি মেধাবী ও বৈচিত্র্যপ্রিয়। মিশুক এবং সহজেই বন্ধুত্ব করতে পারেন। যে কোনো পরিবেশ ও পরিস্থিতির সঙ্গে সহজেই খাপ খাইয়ে নিতে পারেন। কৌশল ও ডিপ্লোম্যাসিতে আপনি দক্ষ। কিন্তু অতিরিক্ত মেধা আপনাকে একাধিক বিষয়ে একই সময়ে জড়িত করতে পারে। আপনাকে সংযমী, উচ্চাভিলাষী লক্ষ্যে অবিচল ও কর্মে ধারাবাহিকতা বজায় রাখতে দৃঢ়প্রতিজ্ঞ হতে হবে। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব : দার্শনিক ড. রাধা কৃষ্ণন, কথাশিল্পী ফ্রাংক ইয়ারবি, আর্থার কোয়েলসলার, ফরাসি সম্রাট চতুর্দশ লুই, নিলুফার জোহা, চিকিৎসাবিদ সুসুমে তোনে গাওয়া।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
শরীর অসুস্থ হতে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তি যোগ আছে। ব্যবসায়িক বিনিয়োগ সফল হতে পারে। আজ কোনো ঝুঁকি না নিলেই ভালো করবেন।
বৃষ (২১ এপ্রিল-২০ মে)
শরীর ভালো যাবে। মনের শান্তি বজায় থাকবে। ব্যবসায়িক লেনদেন সুফল পেতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ। অন্যদের কাছে গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে।
মিথুন (২১ মে-২০ জুন)
ব্যয়াধিক্য দেখা দিতে পারে। কোনো খারাপ সংবাদ পেতে পারেন। শোকগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। আইনি ঝামেলা এড়িয়ে চলুন। ভ্রমণের সুযোগ পেতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ।
কর্কট (২১ জুন-২০ জুলাই)
আয় বৃদ্ধি পেতে পারে। পাওনা টাকা আদায় হতে পারে। বন্ধুদের সহযোগিতা পেতে পারেন। বড় ভাই-বোনদের সঙ্গে সম্পর্ক ভালো যাবে। সাংগঠনিক কাজে সুফল পাবেন। জনসম্পৃক্ততা বৃদ্ধি পাবে।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
কর্মপরিবেশ ভালো থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পাবেন। সামাজিক কাজকর্মে সাফল্য পেতে পারেন। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে কর্তৃত্ব বজায় রাখা সম্ভব নাও হতে পারে। পদস্থ ও প্রভাবশালীদের আনুকূল্য পেতে পারেন।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
সামাজিক যোগাযোগ বৃদ্ধি পাবে। ভাগ্যোন্নয়নের প্রচেষ্টা ফলপ্রসূ হতে পারে। উচ্চশিক্ষার্থীদের সময় অনুকূলে থাকবে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ। ধর্মীয় আনুষ্ঠানিকতায় যোগ দিতে পারেন।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
সময় খুব একটা অনুকূলে নাও থাকতে পারে। শরীর অসুস্থ হওয়ার আশঙ্কা আছে। খারাপ কোনো সংবাদ পেতে পারেন। আজ আপনার নামে কোনো অপবাদ রটতে পারে। নিজেকে সংযত রাখার চেষ্টা করুন। আজ কোনো ঝুঁকি না নিলেই ভালো করবেন।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। আর্থিক দিক ভালো যাবে। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। অবিবাহিতদের কারো কারো বিয়ে হতে পারে। শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। ব্যয়াধিক্য দেখা দেওয়ার আশঙ্কা আছে।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
শরীর হঠাৎ অসুস্থ হতে পারে। নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সতর্ক থাকুন। সীমা অতিক্রম করার চেষ্টা না করলেই ভালো থাকবেন। শত্রুকে দুর্বল ভাবা ঠিক না। কর্মপরিবেশ ভালো নাও থাকতে পারে। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
সৃজনশীল কাজকর্মে সাফল্য পেতে পারেন। সন্তান লাভের যোগ আছে। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূলে থাকবে। নিজেকে যথাযথভাবে প্রকাশ করার চেষ্টা করুন। বিনোদন শুভ।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
আবেগ সংযত রাখুন। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। বন্ধুদের সহযোগিতা পাবেন। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। যোগাযোগ শুভ।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
কনিষ্ঠ ভাই-বোনদের সঙ্গে সম্পর্ক ভালো যাবে। কাজকর্মে উৎসাহ পাবেন। মনোবল বৃদ্ধি পাবে। সাহসের সঙ্গে কোনো পরিস্থিতির মোকাবিলা করতে পারবেন। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। প্রবাসীদের জন্য দিনটি শুভ।