রাশিফল
মিথুনের মিশ্র দিন, মকরের প্রেমময়
আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কন্যা রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা ৬। আপনার ওপর প্রভাবকারী গ্রহ বুধ ও শুক্র। আপনার শুভসংখ্যা ৫ ও ৬। শুভবার বুধ ও শুক্র। শুভ রত্ন হীরা ও পান্না। প্রকৃতিগতভাবে আপনি সৃজনশীল ও সৌন্দর্যের পূজারি। স্নেহ, মমতা ও ভালোবাসা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অল্প বয়সেই বুদ্ধির বিকাশ ঘটবে। তরুণ বয়সেই অনেক কিছু বুঝতে শিখবেন। খেলাধুলা ও বাইরের জীবনের প্রতি আপনার একটা চিরন্তন আকর্ষণ থাকবে। সংগীত ও নাটকের প্রতি থাকবে আপনার ঝোঁক। আপনি প্রভাবশালী ব্যক্তিদের সহজ আনুকূল্য পাবেন। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব : বিজ্ঞানী জন ডাল্টন, রকেট বিজ্ঞানী ওয়াল্টার ডর্নবার্জার, চিকিৎসাবিদ জন ম্যাকবোর্ড, সুনীল গঙ্গোপাধ্যায়, কোয়াসে নুক্রুমা, ক্রিকেটার সাইদ আনোয়ার।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
আর্থিক দিক ভালো যাবে। কোনো সূত্র থেকে অর্থাগমন হতে পারে। বিরোধপূর্ণ কোনো সম্পত্তির দখল নেওয়ার চেষ্টা সফল হতে পারে। বাড়িতে অতিথিসমাগম হতে পারে। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। ব্যস্ততা বৃদ্ধি পাবে।
বৃষ (২১ এপ্রিল-২০ মে)
শরীর ভালো থাকবে। আজ কোনো ইচ্ছাপূরণের সুযোগ পেতে পারেন। প্রাপ্ততথ্য ভালোভাবে যাচাই করে নিন। সন্ধ্যার পরে আর্থিক দিক ভালো যেতে পারে। মন ভালো থাকবে। বিনোদন শুভ।
মিথুন (২১ মে-২০ জুন)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। শরীর অসুস্থ হতে পারে। জ্ঞাতি শত্রুদের সম্পর্কে সতর্ক থাকুন। ব্যয় বৃদ্ধি পেতে পারে। সন্ধ্যার পরে পরিস্থিতি অনুকূলে থাকবে। দূরের যাত্রা শুভ।
কর্কট (২১ জুন-২০ জুলাই)
আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায় হতে পারে। উপার্জন বৃদ্ধির সম্ভাবনা আছে। রাতে শরীর অসুস্থ হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ। প্রয়োজনে সীমিত ঝুঁকি নিতে পারেন।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
কর্মপরিবেশ অনুকূলে থাকবে। কর্মস্থলে পদস্থ ও প্রভাবশালীদের আনুকূল্য পেতে পারেন। সামাজিক কাজে সাফল্য আসতে পারে। অকারণে ব্যয় পরিহার করার চেষ্টা করুন।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
সামাজিক কাজকর্মে সুফল পাবেন। উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূলে থাকবে। প্রাপ্ততথ্য কাজে লাগাতে চেষ্টা করুন। ধর্মীয় সফর সার্থক হতে পারে। সৎ সঙ্গ আনন্দদায়ক হতে পারে। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
খারাপ কোনো সংবাদ পেতে পারেন। অসামাজিক কোনো বিষয়ে জড়িয়ে পড়ার আশঙ্কা আছে। শরীর ভালো যাবে না। ওয়ারিশি সম্পত্তি পেতে পারেন। ট্যাক্স সংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। যোগাযোগ শুভ। অপবাদ রটতে পারে।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
শরীর ভালো থাকবে। দাম্পত্যে ভুল বোঝাবুঝি কিছু থাকলে তার অবসান হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে। যৌথ ও অংশীদারি ব্যবসায় কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। যাত্রা ও যোগাযোগ শুভ। পাওনা পাকা আদায়ের জন্য তাগাদা দিন।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
শত্রুপক্ষের তৎপরতা বৃদ্ধি পাবে। নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সতর্ক থাকুন। কর্মপরিবেশ খুব একটা ভালো নাও থাকতে পারে। কর্মস্থানে কর্তৃপক্ষের সঙ্গে কোনো ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে। শরীর ভালো রাখার চেষ্টা করুন। আজ কোনো ঝুঁকি নেওয়া ঠিক হবে না।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
বিদ্যার্থীদের জন্য সময় অনুকূলে থাকবে। সৃজনশীল কাজকর্মে সুফল পেতে পারেন। প্রেম-ভালোবাসার জন্যও দিনটি শুভ। নিজের মনোভাব যথাযথভাবে প্রকাশ করুন। রোমান্স ও বিনোদন শুভ। প্রাপ্ততথ্যের ওপর নির্ভর করতে পারেন।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভের সম্ভাবনা আছে। বন্ধুদের সহযোগিতা আশা করতে পারেন। আজ অপ্রত্যাশিত কিছু ঘটতে পারে। পারিবারিক ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। কোনো আশা পূরণ হতে পারে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। ছোট ভাইবোনদের সহযোগিতা পাবেন। মনোবল বৃদ্ধি পেতে পারে। কাজকর্মে উৎসাহ পাবেন। প্রবাসীদের জন্য দিনটি শুভ। প্রবাস আনন্দদায়ক হতে পারে।