রাশিফল
মনোবল বাড়বে মেষের, মন ভালো যাবে না বৃশ্চিকের
আজ যদি আপনার জন্মদিন হয়, তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কন্যা রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৭। আপনার ওপর প্রভাবকারী গ্রহ বুধ ও নেপচুন। আপনার শুভসংখ্যা ৫ ও ৭। শুভবার বুধবার ও সোমবার। শুভ রত্ন পান্না। প্রকৃতিগতভাবে আপনি চিন্তাশীল ও অধ্যয়নশীল। আপনি কর্তব্যসচেতন ও অধ্যবসায়ী। মানসিক শ্রমে আপনার কোনো ক্লান্তি নেই। নতুন ও রহস্যময় বিষয়ের প্রতি আপনার প্রবল আকর্ষণ রয়েছে। মানুষ সম্পর্কে প্রাথমিকভাবে আপনি সন্দিহান ও সংশয়ী। কিছুটা ছিদ্রান্বেষী। আপনার মধ্যে উদ্যোগের অভাব থাকতে পারে। প্রথমে অনেক বাধা আসবে। তবে ৩৫-এর পর বাধা কাটিয়ে লক্ষ্যে পৌঁছা সহজ হবে। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব : রানী প্রথম এলিজাবেথ, চিত্রশিল্পী গ্রান্ডমামসেস, কথাশিল্পী ইলিয়া কাজাল, বিজ্ঞানী ভন এলান, খরশীদা হক, আশুতোষ মুখোপাধ্যায়।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
কনিষ্ঠ ভ্রাতা-ভগ্নিদের সঙ্গে সম্পর্ক ভালো যাবে। কাজকর্মে উৎসাহ বোধ করবেন। মনোবল বৃদ্ধি পাবে। সাহসিকতার সঙ্গে যেকোনো সমস্যা মোকাবিলা করতে পারবেন। ভুল সিদ্ধান্তের জন্য ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। বৈদেশিক যোগাযোগ শুভ।
বৃষ (২১ এপ্রিল-২০ মে)
আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায় হতে পারে। সঞ্চয়ের চেষ্টা সফল হওয়ার সম্ভাবনা আছে। কাউকে প্রতিশ্রুতি দেওয়ার আগে চিন্তাভাবনা করে নিন। অধীনদের কাজে লাগাতে পারবেন। নতুন বিনিয়োগ শুভ।
মিথুন (২১ মে-২০ জুন)
সামগ্রিক পরিস্থিতি অনুকূলে থাকবে। শরীর ভালো যাবে। নিজ কর্মপরিসরে যোগ্যতার প্রমাণ দিতে পারবেন। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করা সহজ হতে পারে। সুনাম বৃদ্ধির সম্ভাবনা আছে। আপনার ভদ্র ও বিনয়ী আচরণের প্রশংসিত হতে পারেন।
কর্কট (২১ জুন-২০ জুলাই)
আর্থিক সচ্ছলতা বজায় থাকবে। ব্যয়াধিক্যের আশঙ্কা আছে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। প্রবাস আনন্দদায়ক হতে পারে। শরীর অসুস্থ হতে পারে। কোনো পূর্বকর্মের ফলভোগ করতে পারেন।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
আর্থিক দিক ভালো যাবে। উপার্জন বৃদ্ধির সম্ভাবনা আছে। জ্যেষ্ঠ ভ্রাতা-ভগ্নিদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। বন্ধুদের সহযোগিতা পাবেন। জনসম্পৃক্ততা বৃদ্ধি পেতে পারে। প্রাপ্ত তথ্যের ওপর নির্ভর করতে পারেন।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
কর্মপরিবেশ ভালো থাকবে। সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। পদস্থ বা প্রভাবশালীদের আনুকূল্য পেতে পারেন। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। বেকারদের কারো কারো কর্মসংস্থান প্রচেষ্টায় সাফল্য আসতে পারে। কর্মস্থলে নতুন কোনো দায়িত্ব পেতে পারেন।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
দিনটি শুভ সম্ভাবনাময়। ভাগ্যোন্নয়নের প্রচেষ্টা সফল হতে পারে। উচ্চশিক্ষার্থে বিদেশযাত্রার আকাঙ্ক্ষা পূর্ণ হতে পারে। ধর্ম ও আধ্যাত্মিকতার প্রতি অনুরাগ বৃদ্ধি পেতে পারে। ধর্মীয় প্রয়োজনে ভ্রমণ ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা আছে। যাত্রা ও যোগাযোগ শুভ।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
শরীর অসুস্থ হতে পারে। উত্তরাধিকার সূত্রে আর্থিক সম্পদপ্রাপ্তির সম্ভাবনা আছে। মন ভালো নাও থাকতে পারে। কোনো ধরনের সামাজিক সমস্যা দেখা দিতে পারে। প্রবাসী আপনজনের সঙ্গে যোগাযোগ হতে পারে।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
শরীর-মন ভালো থাকবে। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। যৌথ অংশীদারি কারবারে সুফল পাবেন। অবিবাহিতদের কারো কারো বিয়ে হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
শরীর অসুস্থ হতে পারে। ঠান্ডা ও ধুলোবালি থেকে সতর্ক থাকুন। শত্রুপক্ষের তৎপরতা বৃদ্ধি পেতে পারে। চোখ-কান খোলা রাখুন। আজকে খারাপ কোনো সংবাদ পেতে পারেন।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
সৃজনশীল কাজকর্মে সাফল্য পেতে পারেন। প্রণয়ে সাফল্য সম্ভাবনা আছে। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূলে থাকবে। সন্তানের কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। বিনোদন শুভ।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভের সম্ভাবনা আছে। নতুন বন্ধুলাভের যোগ আছে। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। কোনো আশা পূরণ হতে পারে। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে।