রাশিফল
সুনাম বাড়বে মিথুনের, ঝুঁকি নিতে পারেন কর্কট
আজ যদি আপনার জন্মদিন হয়, তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কন্যা রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা ৮। আপনার ওপর প্রভাবকারী গ্রহ বুধ ও শনি। আপনার শুভসংখ্যা ৫ ও ৮। শুভবার বুধ ও শনি। শুভ রত্ন নীলা ও পান্না। প্রকৃতিগতভাবে আপনি আত্মসচেতন ও চাপা। প্রকাশ্যে আসার চেয়ে নেপথ্যে কাজ করতে চান। আপনি কর্মঠ। অধ্যয়ন ও অনুধ্যানে আপনার কোনো ক্লান্তি নেই। জীবন সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি সিরিয়াস। পরিচিতদের সঙ্গে ভালো ব্যবহার করলেও তারা আপনাকে ভুল বুঝবে। তা ছাড়া পারিবারিক পরিস্থিতি প্রথম জীবনে আপনার লক্ষ্যে উপনীত হওয়ার পথে বাধা হতে পারে। তবে ধৈর্য ও অধ্যবসায় আপনাকে সাফল্যের পথে নিয়ে যাবে। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব : গায়ক জিমি রজার্স, লেখক পিটার সেলার্স, রাজা রিচার্ড, ইমদাদুল হক মিলন, কামরুদ্দীন আহমেদ, রাজনীতিক এ টি এম ওয়ালী আশরাফ, অভিনেত্রী অঞ্জু ঘোষ।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
কর্মপরিবেশ অনুকূলে থাকবে। ছোট ভাই-বোনদের সহযোগিতা ও সমর্থন পাবেন। মনোবল বৃদ্ধি পেতে পারে। প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে। অধীনস্তদের কাজে লাগানো সহজ হবে। প্রতিবেশীদের সঙ্গে কোনো বিরোধ থাকলে তা মিটে যেতে পারে।
বৃষ (২১ এপ্রিল-২০ মে)
আর্থিক দিক ভালো যাবে। সঞ্চয়ের প্রচেষ্টা সফল হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে। নতুন বিনিয়োগে সুফল পেতে পারেন। কাউকে দেওয়া প্রতিশ্রুতি পালন সম্ভব হতে পারে। পাওনা টাকা আদায়ের চেষ্টা ফলপ্রসূ হতে পারে।
মিথুন (২১ মে-২০ জুন)
খ্যাতি ও সুনাম বৃদ্ধি পেতে পারে। শরীর ভালো থাকবে। অসুস্থদের আরোগ্য লাভের সম্ভাবনা আছে। দায়িত্ববোধের পরিচয় দিতে পারবেন। যৌথ ও অংশীদারি কারবারে সাফল্য পাবেন। মন ভালো থাকবে বলে আশা করা যায়।
কর্কট (২১ জুন-২০ জুলাই)
কোনো পূর্ব কর্মের ফল ভোগ করতে পারেন। শরীর অসুস্থ হতে পারে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। ভ্রমণের সুযোগ পেতে পারেন। ব্যয় বৃদ্ধি পেতে পারে। প্রয়োজনে সীমিত ঝুঁকি নিতে পারেন।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
ভবিষ্যতের জন্য নতুন কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। বন্ধুদের সহযোগিতা পেতে পারেন। উপার্জন বৃদ্ধির সম্ভাবনা আছে।
পেশাগত সাফল্য আনন্দদায়ক হতে পারে। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। দূরের যাত্রা শুভ।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
সামাজিক কাজকর্মে সাফল্য পেতে পারেন। সুনাম বৃদ্ধির সম্ভাবনা আছে। কর্মপরিবেশ অনুকূলে থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পাবেন। বেকারদের কারো কারো চাকরি হতে পারে। পদস্থ ও প্রভাবশালী কারো আনুকূল্য পেতে পারেন।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
সামাজিক মর্যাদা ও সুনাম বৃদ্ধি পেতে পারে। ভাগ্যোন্নয়ন প্রচেষ্টায় সাফল্য আসতে পারে। উচ্চশিক্ষার্থে বিদেশ যাওয়ার সুযোগ সৃষ্টির সম্ভাবনা আছে। পেশাগত দিক ভালো যাবে। আধ্যাত্মিক চিন্তা-চেতনায় নিমগ্ন হতে পারেন।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
সামাজিক সংকটে জড়াতে পারেন। রিপুকে সংযত রাখার চেষ্টা করুন। শোকগ্রস্ত হতে পারেন। শরীর ভালো যাবে না। অসুখ অশান্তিকে অবহেলা করা ঠিক হবে না। কোনো ধরনের দুর্নাম রটতে পারে।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
ব্যবসায়িক দিক ভালো যাবে। বিক্রয়-বাণিজ্যে লাভযোগ আছে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। অবিবাহিতদের কারো কারো বিয়ের সম্ভাবনা আছে। যাত্রা ও যোগাযোগ শুভ। প্রবাস আনন্দদায়ক হতে পারে।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
সাময়িক অসুস্থতায় ভুগতে পারেন। ঠান্ডা ও ধুলাবালি এড়িয়ে চলার চেষ্টা করুন। শত্রুতা বৃদ্ধি পাবে। জ্ঞাতিশত্রু সম্পর্কে সাবধান থাকুন। নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সচেতন থাকলে ভালো করবেন। নিজের মনের কথা আজ প্রকাশ করা ঠিক হবে না।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
প্রেম-ভালোবাসার জন্য দিনটি শুভ। মনের কথা মনে চেপে রাখবেন না। নিজেকে যথাযথভাবে প্রকাশ করার চেষ্টা করুন। সন্তানের কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে। রোমান্স ও বিনোদন শুভ। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
পারিবারিক পরিবেশ ভালো থাকবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভের সম্ভাবনা আছে। বন্ধুদের সহযোগিতা পাবেন। মন ভালো থাকবে। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। দূরের যাত্রা শুভ।