রাশিফল
কন্যার প্রত্যাশা পূরণ, তুলার হবে চাকরি
আজ যদি আপনার জন্মদিন হয়, তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কন্যা রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৯। আপনার ওপর প্রভাবকারী গ্রহ বুধ ও মঙ্গল। আপনার শুভসংখ্যা ৫ ও ৯। শুভবার বুধবার ও মঙ্গলবার। শুভ রত্ন পান্না ও প্রবাল। প্রকৃতিগতভাবে আপনি উদ্যোগ, উদ্যম ও দৃঢ়তার অধিকারী। ক্লান্তিহীন মানসিক শ্রম করতে পারেন। ঝুঁকি নেওয়ার ও অ্যাডভেঞ্চারে জড়িত হওয়ার প্রবণতা আছে আপনার। আপনার স্পষ্টবাদিতা অনেক শত্রু সৃষ্টির কারণ হবে। যেকোনো কিছু গভীরভাবে পর্যবেক্ষণ করার ক্ষমতা আছে আপনার। তাই ছোটখাটো বিষয়েও আপনি বিরক্ত ও ক্ষুব্ধ হতে পারেন। আপনাকে দুর্ঘটনা সম্পর্কে সতর্ক থাকতে হবে এবং কৌশলী হতে হবে। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব : লিও টলস্টয়, বিজ্ঞানী জোসেফ লিন্ডলে, চীনা দার্শনিক লিন সুমিং, হরিশ চন্দ্র, জন গ্রে গর্টন, নয়ন রহমান, ক্রিকেটার আবিদ আলী, শাহ মোয়াজ্জেম হোসেন, চিত্রশিল্পী মৃণাল হক, সন্তোষ কুমার ঘোষ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
পারিবারিক পরিবেশ ভালো থাকবে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। আধ্যাত্মিক চিন্তা-চেতনা বৃদ্ধি পেতে পারে। প্রত্যাশা পূরণের সুযোগ পেতে পারেন। স্থাবর সম্পত্তি কেনাকাটা হতে পারে।
বৃষ (২১ এপ্রিল-২০ মে)
ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। নতুন আত্মীয় লাভের যোগ আছে। ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। কাজকর্মে উৎসাহ বোধ করবেন। মনোবল বৃদ্ধি পাবে। সাহসের সঙ্গে যেকোনো পরিস্থিতির মোকাবেলা করতে পারেন।
মিথুন (২১ মে-২০ জুন)
আর্থিক দিক ভালো যাবে। কোনো সম্পত্তির দখল পেতে পারেন। মূল্যবোধ বজায় রাখতে পারবেন। শরীর খুব একটা ভালো যাবে না। চোখের সমস্যা অথবা মাথাব্যথায় ভুগতে পারেন। আজ কাউকে কোনো প্রতিশ্রুতি দেওয়া ঠিক হবে না।
কর্কট (২১ জুন-২০ জুলাই)
শরীর মোটামুটি ভালো থাকবে। ব্যবসায়িক যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। নিজের যোগ্যতা প্রমাণের সুযোগ পেতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। দূরের যাত্রা শুভ। প্রাপ্ত তথ্য কাজে লাগানোর চেষ্টা করুন।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
গোপন শত্রুতা বৃদ্ধি পেতে পারে। ব্যয়াধিক্য দেখা দিতে পারে। আগের কোনো রোগ পুনরায় দেখা দিতে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। কর্মসংস্থানের জন্য কারো বিদেশ যাওয়ার ইচ্ছা পূরণ হতে পারে। প্রবাসীদের জন্য দিনটি শুভ।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
প্রত্যাশা পূরণের সুযোগ পেতে পারেন। বড় ভাইবোনদের সমর্থন বা সহযোগিতা পেতে পারেন। আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধির সম্ভাবনা আছে। রাজনীতিবিদদের জনসম্পৃক্ততা বৃদ্ধি পাবে। বাড়িতে অতিথি সমাগম হতে পারে।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
পিতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ পিতার আরোগ্য লাভের সম্ভাবনা আছে। কর্মপরিবেশ অনুকূলে থাকবে। বেকারদের কারো কারো চাকরি হতে পারে। কোনো উচ্চাশা পূরণ হতে পারে। প্রাপ্ত তথ্যের ওপর নির্ভর করতে পারেন।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
ধর্মীয় অনুভূতি বৃদ্ধি পেতে পারে। ভাগ্যোন্নতির চেষ্টায় সাফল্য পেতে পারেন। উচ্চ শিক্ষার্থীদের বিদেশ যাওয়ার প্রচেষ্টা ফলপ্রসূ হতে পারে। সৎসঙ্গে আনন্দ বোধ করবেন। দূরের যাত্রা ও যোগাযোগ শুভ। পরোপকারে কিছু সময় ও অর্থ ব্যয় হতে পারে।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। উত্তরাধিকার সূত্রে কোনো সম্পত্তি পাওয়ার সম্ভাবনা আছে। কোনো ধরনের সামাজিক সমস্যার উদ্ভব হতে পারে। বদনাম সম্পর্কে সচেতন থাকুন। রিপুকে সংযত করুন। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
দিনটি শুভ সম্ভাবনাময়। শরীর-মন ভালো থাকবে। দাম্পত্য সম্পর্ক ভালো যেতে পারে। অবিবাহিতদের কারো কারো বিয়ের সম্ভাবনা আছে। ঘনিষ্ঠ বন্ধুদের সহযোগিতা পাবেন। দূরের যাত্রা শুভ।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
শত্রুপক্ষের তৎপরতা বৃদ্ধি পাবে। জ্ঞাতিশত্রুদের দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন। নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সতর্ক থাকলে ভালো করবেন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। হঠাৎ অসুস্থ বোধ করতে পারেন। আজ কোনো ঝুঁকি নেওয়া ঠিক হবে না।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
প্রণয়ে সাফল্যের সম্ভাবনা আছে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় অধিকতর মনোযোগী হতে পারবেন। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। রোমান্স ও বিনোদন শুভ। বৈদেশিক যোগাযোগ ফলপ্রসূ হতে পারে।