রাশিফল
মন ভালো থাকবে না ধনুর, শত্রু থেকে সতর্ক থাকুন কুম্ভ
আজ যদি আপনার জন্মদিন হয়, তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কন্যা রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ১। আপনার ওপর প্রভাবকারী গ্রহ রবি ও বুধ। আপনার শুভসংখ্যা ৫ ও ১। শুভবার রোববার ও বুধবার। শুভ রত্ন চুনি ও পান্না। প্রকৃতিগতভাবে আপনি বুদ্ধিমান ও মেধাবী। জ্ঞান অর্জন ও চিন্তাভাবনার প্রতি আপনার ঝোঁক আছে। আপনি সৃজনশীল ও পরিশ্রমী। কোনো কাজে লেগে থাকতে আপনি ভয় পান না। নিজের কথা গুছিয়ে বলার ক্ষমতা আছে আপনার। আপনি অনেক কিছু করতে চাইবেন। কিন্তু ৩৫ বছর পার না হওয়া পর্যন্ত ঠিকভাবে কিছু হইতে চাইবে না। এ সময় আপনি অস্থির ও বিক্ষুব্ধ হয়ে উঠতে পারেন। আপনাকে ধৈর্যশীল হতে হবে। নিজস্ব পরিকল্পনা বাস্তবায়নে দৃঢ় হতে হবে। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব : সৈয়দ ওয়ালীউল্লাহ, মাযহারুল ইসলাম, শবনম, এ টি এম শামসুজ্জামান, এমি আরভি, প্রত্নতত্ত্ববিদ রবার্ট কোলওয়ে, খসরু নোমান।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
পুরোনো কোনো বন্ধুর সঙ্গে হঠাৎ দেখা হতে পারে। কোনো বন্ধুর সহযোগিতা পেতে পারেন। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। নতুন যানবাহন লাভের সম্ভাবনা আছে। প্রাপ্ত তথ্যের ওপর নির্ভর করতে পারেন।
বৃষ (২১ এপ্রিল-২০ মে)
প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। মনোবল বৃদ্ধির সম্ভাবনা আছে। কাজকর্মে উৎসাহ বোধ করবেন। অধীনদের কাজে লাগাতে পারবেন। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। বিনোদন শুভ।
মিথুন (২১ মে-২০ জুন)
ব্যবসায়িক দিক ভালো যাবে। বিক্রয় বাণিজ্যে লাভ যোগ আছে। পাওনা টাকা আদায় হতে পারে। বাড়িতে অতিথি সমাগম হতে পারে। প্রাপ্তিযোগ আছে। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে।
কর্কট (২১ জুন-২০ জুলাই)
শরীর-মন ভালো থাকবে। আর্থিক দিক ভালো যেতে পারে। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। সুনাম ও মর্যাদা পেতে পারে। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন। ব্যবসায়িক যোগাযোগ শুভ।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
কোনো ধরনের আইনগত ঝামেলার সম্মুখীন হতে পারেন। সতর্কতা অবলম্বন করুন। অন্যথায় দণ্ডিত হওয়ার আশঙ্কা আছে। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হতে পারে। দূরের যাত্রা শুভ।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
উপার্জন বৃদ্ধি পেতে পারে। বন্ধুদের সহযোগিতা পাবেন। মনের গভীরে লুকায়িত কোনো আশা পূর্ণ হতে পারে। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। সাংগঠনিক কাজে সুফল পাবেন। নতুন বিনিয়োগ শুভ।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
পিতৃস্বাস্থ্য ভালো যাবে। কর্মপরিবেশ অনুকূলে থাকবে। বয়োজ্যেষ্ঠদের উপদেশ কাজে লাগতে পারে। বেকারদের কারো কারো চাকরি হতে পারে। সুনাম ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে। প্রবাসীদের জন্য দিনটি শুভ।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
দিনটি সামগ্রিকভাবে শুভ সম্ভাবনাময়। ভাগ্যোন্নতির কোনো উদ্যোগ সফল হতে পারে। ধর্মীয় কাজকর্মের প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে পারে। উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। প্রবাসী আপনজনের সঙ্গে যোগাযোগ হতে পারে। প্রাপ্ত তথ্যের ওপর নির্ভর করতে পারেন।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
মন খুব একটা ভালো থাকবেনি। কোনো ধরনের বদনামের সম্মুখীন হতে পারেন। শোকগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। কোনো ধরনের সামাজিক সমস্যার সৃষ্টি হতে পারে। আজ কোনো ব্যাপারে ঝুঁকি না নিলেই ভালো করবেন। নিজেকে সংযত রাখার চেষ্টা করুন।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
আর্থিক দিক ভালো যাবে। ব্যবসায়িক লেনদেন লাভবান হতে পারে। অবিবাহিতদের কারো কারো বিয়ে হতে পারে। যৌথ কারবারে কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। বৈদেশিক যোগাযোগ শুভ। প্রবাস আনন্দদায়ক হতে পারে।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
শত্রুপক্ষের তৎপরতা বৃদ্ধি পেতে পারে। জ্ঞাতিশত্রু সম্পর্কে সতর্ক থাকার চেষ্টা করুন। শরীর অসুস্থ হতে পারে। ঠান্ডা ও ধুলাবালির দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে। কর্মপরিবেশ খুব একটা অনুকূলে থাকবে না। বিদেশে অর্থ নষ্ট হওয়ার আশঙ্কা আছে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
সৃজনশীল কাজকর্মে সুফল পেতে পারেন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। প্রণয়ে সাফল্যের সম্ভাবনা আছে। রোমান্টিক যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। ভুল বোঝাবুঝি এড়িয়ে চলার চেষ্টা করুন।