রাশিফল
প্রণয়ে সফল হবেন মেষ, নতুন বন্ধু পাবেন বৃষ
আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কন্যা রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা ২। আপনার ওপর প্রভাবকারী গ্রহ বুধ ও চন্দ্র। আপনার শুভসংখ্যা ৫ ও ২। শুভবার সোমবার ও বুধবার। শুভ রত্ন মুক্তা ও পান্না। প্রকৃতিগতভাবে আপনি বিশ্বস্ত, মেধাবী ও বিবেকবান। মানসিক শক্তি ও যোগ্যতার চমৎকার সমন্বয় আছে আপনার মধ্যে। আপনি বিনয়ী। জৌলুস পছন্দ করেন না। নীরবে কাজ করতে চান। ঝামেলা এড়িয়ে চলতে চান। আপনি একটু রিজার্ভ হলেও সহজে বন্ধুত্ব করতে পারেন। পরিবর্তন ও বৈচিত্র্যপ্রিয়তা রয়েছে আপনার মধ্যে। অস্থিরতা, দুশ্চিন্তা ও বিষণ্ণতা আপনাকে মাঝে মাঝে আচ্ছন্ন রাখতে পারে। আপনি উদ্যোগী ও অধ্যবসায়ী। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব : জ্যোর্তিবিদ স্যার জেমস জিন, কথাশিল্পী ও হেনরী আচার্য বিনোবাভাবে, ডি এইচ লরেন্স, ফার্দিনেন্দ মার্কোস, ক্রিকেটার লালা অমরনাথ, কবি সৈয়দ হায়দার, লিয়াকত আলী খান।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
বিদ্যার্থীদের সময় অনুকূলে থাকবে। পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে পারে। প্রণয়ে সাফল্যে সম্ভাবনা আছে। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। নিজেকে যথাযথভাবে প্রকাশ করার চেষ্টা করুন। বিনোদন শুভ।
বৃষ (২১ এপ্রিল-২০ মে)
মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভের সম্ভাবনা আছে। কোনো আশা পূরণ হতে পারে। বন্ধুদের সহযোগিতা পাবেন। নতুন বন্ধুলাভের যোগ আছে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ।
মিথুন (২১ মে-২০ জুন)
কনিষ্ঠ ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। পুরোনো কোনো আত্মীয়ের সঙ্গে নতুন করে যোগাযোগ হতে পারে। প্রতিবেশীদের সঙ্গে বিরোধ মিটে যেতে পারে। কাজকর্মে উৎসাহ বোধ করবেন। পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নিন। যাত্রা শুভ।
কর্কট (২১ জুন-২০ জুলাই)
আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তি যোগ আছে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পেতে পারে। প্রতিশ্রুতি রক্ষা করার চেষ্টা করুন। মূল্যবোধের ওপর জোর দিন। মাথাব্যথা বা চোখের সমস্যায় ভুগতে পারেন।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
শরীর ভালো থাকবে। কর্মস্পৃহা বৃদ্ধি পাবে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। প্রবাস আপনজনের সংবাদ পেতে পারেন। বিনোদন শুভ।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
সাফল্য-ব্যর্থতা নিয়ে ভাবুন। কাজকর্মে অধিকতর মনোযোগী হওয়ার চেষ্টা করুন। গোপন শত্রু বৃদ্ধি পাবে। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। ব্যয় বৃদ্ধি পেতে পারে। প্রবাস আনন্দদায়ক হতে পারে।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
ভবিষ্যতের জন্য নতুন পরিকল্পনা নিতে পারেন। বন্ধুদের সহযোগিতা পাবেন। নতুন বন্ধুলাভের সম্ভাবনা আছে। আয় উপার্জন বৃদ্ধি পেতে পারে। জেষ্ঠ ভাইবোনদের কারো সহযোগিতা পেতে পারেন। জনসম্পৃক্ততা বৃদ্ধি পাবে।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
সামাজিক কাজে জড়াতে পারেন। সুনাম ও সাফল্যে সম্ভাবনা আছে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। কর্মপরিবেশ ভালো থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পাবেন। বেকার কর্মসংস্থান প্রচেষ্টায় সুফল পেতে পারেন।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
সামাজিক অবস্থান ধরে রাখার চেষ্টা করুন। ভাগ্যোন্নতির চেষ্টা ফলপ্রসূ হতে পারে। উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। আশা পূরণ হতে পারে। সম্ভাব্য ক্ষেত্রে বিদেশযাত্রার যোগ আছে। ধর্মীয় কাজকর্মে উৎসাহ বোধ করবেন।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
দিনটি খুব একটি ভালো নাও যেতে পারে। কোনো ধরনের সামাজিক সমস্যায় জড়াতে পারেন। অসম্মানজনক কোনো পরিস্থিতির উদ্ভব হতে পারে। প্রাপ্ত তথ্য যাচাই করে নিন। শোকগ্রস্ত হতে পারেন। শরীর ভালো যাবে না।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
ব্যবসায়িক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায়ের চেষ্টা করুন। অকারণে ঝুঁকি নেওয়া ঠিক হবে না। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। অবিবাহিতদের কারো কারো বিয়ে হতে পারে। বিনোদন শুভ।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
শরীর অসুস্থ হতে পারে। আজ কোনো ঝুঁকি নেবেন না। নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সতর্ক থাকুন। শত্রুদের তৎপরতা বৃদ্ধি পাবে। কর্মপরিবেশ অনুকূলে নাও থাকতে পারে। কর্মস্থলে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন।