রাশিফল
পড়াশোনায় মন বসবে মেষের, কর্কটের বাড়িতে আসবে অতিথি
আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কন্যা রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা ৩। আপনার ওপর প্রভাবকারী গ্রহ বুধ ও বৃহস্পতি। আপনার শুভসংখ্যা ৩ ও ৫। শুভবার বুধবার ও বৃহস্পতিবার। শুভ রত্ন পোখরাজ ও পান্না।
প্রকৃতিগতভাবে আপনি উচ্চাভিলাষী। আত্মীয় ও বন্ধুদের চেয়ে উচ্চস্তরে উত্তরণে আপনি দৃঢ়প্রতিজ্ঞ। বাস্তব বিশ্লেষণী ক্ষমতার সঙ্গে সঙ্গে আপনার আছে গবেষকসুলভ মন। নেতৃত্ব দেওয়ার গুণ আছে আপনার। নিজে নিয়ম মেনে চলেন। অন্যদেরও নিয়মানুবর্তী দেখতে চান। আপনি মেধাবী। বিভিন্ন বিষয়ের সঙ্গে নিজেকে জড়াতে চান। অন্যের ভুল সহজেই আপনার চোখে পড়ে। বন্ধু নির্বাচনে আপনি সতর্ক। আপনাকে সন্তুষ্ট হতে শিখতে হবে। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব : এইচ এল মেনকেন, লিন্ডা গ্রে, রিচার্ড হো।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। সন্তানের কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে। মনের ভাব অকপটে প্রকাশ করার চেষ্টা করুন। যাত্রা ও যোগাযোগ শুভ।
বৃষ (২১ এপ্রিল-২০ মে)
পারিবারিক পরিবেশ ভালো থাকবে। আবেগ সংযত করুন। অসুস্থ মায়ের আরোগ্য লাভের সম্ভাবনা আছে। বিদ্যার্থীদের পড়াশোনার পরিবেশ অনুকূলে থাকবে। বন্ধুদের সহযোগিতা পাবেন। মন ভালো থাকবে।
মিথুন (২১ মে-২০ জুন)
দিনটি সামগ্রিকভাবে শুভ সম্ভাবনাময়। নতুন আত্মীয়লাভের যোগ আছে। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। সাহসিকতা দিয়ে যে কোনো পরিস্থিতির মোকাবিলা করতে পারবেন। কর্মপরিবেশ অনুকূলে থাকবে। মনোবল বৃদ্ধি পেতে পারে।
কর্কট (২১ জুন-২০ জুলাই)
আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায় হতে পারে। ব্যবসায়িক লেনদেনে সুফল পেতে পারেন। সঞ্চয়ের প্রচেষ্টা সফল হতে পারে। বাড়িতে অতিথিসমাগম হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
শরীর মোটামুটি ভালো থাকবে। কাজকর্মে উৎসাহ বোধ করবেন। প্রিয়সান্নিধ্য আনন্দদায়ক হতে পারে। সুনাম বৃদ্ধির সম্ভাবনা আছে। যোগ্যতা প্রমাণের সুযোগ পেতে পারেন। রোমান্স ও বিনোদন শুভ।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হতে পারে। তবে অর্থের অভাবে কোনো কাজ আটকে থাকবে না। ভ্রমণ আনন্দদায়ক হতে পারে। আইনগত সমস্যায় জড়িত হওয়ার আশঙ্কা আছে। দান-দক্ষিণায় আজ উদার হতে পারেন।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
ব্যবসায়িক দিক ভালো যাবে। বন্ধুদের সহযোগিত পাবেন। প্রত্যাশা পূরণ হতে পারে। ট্রেড ইউনিয়নের নেতা-কর্মীদের সময় অনুকূলে থাকবে। সাংগঠনিক কাজে সাফল্য পেতে পারেন। রাজনীতিবিদদের জনসম্পৃক্ততা বৃদ্ধি পেতে পারে।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
বয়োজ্যেষ্ঠদের সহযোগিতা পেতে পারেন। ব্যক্তিত্ব ও কর্তৃত্ব বজায় রাখুন। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ বাবার আরোগ্য লাভের সম্ভাবনা আছে। উচ্চাশা পূরণের সুযোগ পেতে পারেন। কর্মপরিবেশ অনুকূলে থাকবে।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
ধর্ম-কর্মে আগ্রহ বৃদ্ধি পেতে পারে। ভাগ্যোন্নয়নের প্রচেষ্টা সফল হতে পারে। উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। পিতৃস্বাস্থ্য ভালো যেতে পারে। বিদেশযাত্রার সম্ভাবনা আছে। প্রবাসী আপনজনের সঙ্গে যোগাযোগ হতে পারে।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
শরীর-মন ভালো না থাকার আশঙ্কা আছে। সামাজিক কোনো সমস্যার উদ্ভব হতে পারে। শত্রুপক্ষ সুযোগ নেওয়ার চেষ্টা করবে। শোকগ্রস্ত হতে পারেন। কোনো খারাপ সংবাদ পেতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে না।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
দিনটি শুভ সম্ভাবনাময়। অংশীদারি ব্যবসায় সুফল পেতে পারেন। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। ঘনিষ্ঠ বন্ধুদের সহযোগিতা পাবেন। সামাজিক সম্পর্ক ভালো যাবে। যাত্রা ও যোগাযোগ শুভ।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
শরীর অসুস্থ হতে পারে। ঠান্ডা ও ধুলাবালি থেকে সাবধান থাকার চেষ্টা করুন। শত্রুপক্ষের তৎপরতা বৃদ্ধি পাবে। মাতুলদের সঙ্গে কোনো কারণে বিরোধে জড়াতে পারেন। জ্ঞাতিশত্রুকে উপেক্ষা না করলেই ভালো করবেন। যোগাযোগ শুভ।