রাশিফল
মন ভালো থাকবে সিংহের, অসুস্থ হতে পারেন মীন
আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কন্যা রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা চার। আপনার ওপর প্রভাবকারী গ্রহ বুধ ও ইউরেনাস। আপনার শুভ সংখ্যা ৪ ও ৫। শুভ বার রবি ও বুধ। শুভ রত্ন পান্না ও গ্রেনেট ।
প্রকৃতিগতভাবে আপনি স্বাধীনচেতা, সুনির্দিষ্ট নীতি এবং আদর্শের অনুসারী। চিন্তাভাবনায় আপনি মৌলিক, মনের দিক থেকে খেয়ালী। অন্যায় করতে চান না। অন্যের অন্যায়কে প্রশ্রয় দিতে পারেন না। আপনার বন্ধুর সংখ্যা কম। তবে ইচ্ছাশক্তি ও দৃঢ়তা আছে আপনার। শত্রুতা ও কুৎসার সম্মুখীন হতে হবে আপনাকে। ঘটনার প্রভাব আপনার জীবনকে গভীরভাবে প্রভাবিত করবে। নিজস্ব পায়ে চলার জন্য আপনাকে সহনশীল ও কৌশলী হতে হবে।
আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব : কথাশিল্পী জে বি প্রিস্টলি, রসায়নবিদ রবার্ট রবিনসেন, জ্যাকুলিন বিসেট, এন্ড্রু নবেল, মনস্তত্ত্ববিদ এডলক মায়ার, সৈয়দ মুজতবা আলী, সাহিত্যিক জোসেফ ব্যারন এলভস, এস এম পারভেজ, মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
দিনটি মিশ্র সম্ভবনাময়। প্রেম ভালোবাসার জন্য সময় অনুকূলে থাকবে। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। প্রবাসে আনন্দ পাবেন। রাতের দিকে শরীর অসুস্থ হতে পারে।
বৃষ (২১ এপ্রিল-২০ মে)
বন্ধুদের সঙ্গে সময় ভালো কাটবে। আর্থিক ব্যাপারে বিপরীত লিঙ্গের কারো সহযোগিতা পেতে পারেন। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। পারিবারিক পরিবেশ অনুকূলে থাকবে। আবেগ সংযত রাখুন। রোমান্স ও বিনোদন শুভ।
মিথুন (২১ মে-২০ জুন)
কর্মপরিবেশ অনুকূলে থাকবে। আত্মীয়দের কারো সহযোগিতা পেতে পারেন। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। মনোবল বৃদ্ধি পাবে। কনিষ্ঠ ভাইবোনদের সমর্থন ও সহযোগিতা পাবেন। কাজকর্মে উৎসাহ বোধ করবেন।
কর্কট (২১ জুন – ২০ জুলাই)
প্রাপ্তিযোগ আছে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। মানবিক মূল্যবোধ বজায় রাখতে পারবেন। ব্যবসায়িক লেনদেনে সুফল পেতে পারেন। শেয়ার ব্যবসায়ীদের বিনিয়োগে সতর্ক থাকতে হবে। সাহসের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে সক্ষম হবেন।
সিংহ (২১ জুলাই- ২১ আগস্ট)
শরীর-মন ভালো থাকবে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে আকৃষ্ট করতে পারবেন। রাতের দিকে অসুস্থ বোধ করতে পারেন। ঠান্ডা লাগাবেন না। সুনাম বৃদ্ধি পেতে পারে। বিনোদন শুভ।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
গোপন শত্রুতা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। কোনো ব্যর্থতার জন্য নিজেকে দায়ী মনে হতে পারে। শরীর ভালো যাবে না। আগে সেরে যাওয়া কোনো ব্যাধি পুনরায় দেখা দিতে পারে। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন।
তুলা (২৩ সেপ্টেম্বর- ২১ অক্টোবর)
মনের গভীরে প্রোথিত কোনো আশা পূরণ হতে পারে। বন্ধুদের সহযোগিতা পাবেন। রাজনীতিবিদদের জন্য সময় অনুকূলে থাকবে। সাংগঠনিক কাজে সাফল্য পেতে পারেন। জনসম্পৃক্ততা বৃদ্ধির সম্ভাবনা আছে। আদর্শ ও মূল্যবোধকে তুলে ধরার চেষ্টা করুন।
বৃশ্চিক (২৩ অক্টোবর – ২২ নভেম্বর)
কর্মপরিবেশ ভালো থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। পদস্থ ও প্রভাবশালীদের আনুকূল্য পেতে পারেন। সামাজিক সম্মান ও মর্যাদা বৃদ্ধির সম্ভাবনা আছে। পিতৃস্বাস্থ্য ভালো থাকবে। প্রবাসী আপনজনের সঙ্গে যোগাযোগ হতে পারে।
ধনু (২২ নভেম্বর- ২০ ডিসেম্বর)
সামাজিক ক্ষেত্রে কোনো ধরনের অগ্রগতি হতে পারে। পেশাগত দিক ভালো যাবে। উচ্চশিক্ষার্থে আজ কোনো উদ্যোগ নিতে পারেন। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। সৎগুরুর সানিধ্যে উপকৃত হতে পারেন। রাতের দিকে হঠাৎ অসুস্থ বোধ করতে পারেন।
মকর (২১ ডিসেম্বর – ১৯ জানুয়ারি)
দিনটি খুব একটা ভালো যাবে না। শরীর অসুস্থ হতে পারে। শোকগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। আজ কোনো অনভিপ্রেত সংবাদ পেতে পারেন। বদনাম এড়িয়ে চলার চেষ্টা করুন। যোগাযোগ শুভ।
কুম্ভ (২০ জানুয়ারি- ১৮ ফেব্রুয়ারি)
সময় অনুকূলে থাকবে। যৌথ ও অংশীদারি ব্যবসায় সুফল পেতে পারেন। দাম্পত্যে ভুল বোঝাবুঝি মিটে যেতে পারে। অবিবাহিত কারো কারো বিয়ে হতে পারে। ব্যবসায় আজ কোনো ঝুঁকি নেওয়া ঠিক হবে না। রোমান্স ও বিনোদন শুভ।
মীন (১৯ ফেব্রুয়ারি- ২০ মার্চ)
শরীর ভালো যাবে না। সাময়িক কোনো অসুস্থতায় ভুগতে পারেন। আহারে-বিহারে সতর্ক থাকার চেষ্টা করুন। কর্মপরিবেশ খুব একটা অনুকূলে থাকবে না। নিজের সীমাবদ্ধতা সম্বন্ধে সতর্ক থাকলে ভালো করবেন। শত্রুপক্ষের তৎপরতা বৃদ্ধি পেতে পারে।