রাশিফল
কর্মফলে সাবধান তুলা, বৃশ্চিকের প্রেমময় দিন
আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কন্যা রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা ৫। আপনার ওপর প্রভাবকারী গ্রহ বুধ। আপনার শুভসংখ্যা ৫। শুভবার বুধবার। শুভ রত্ন পান্না। প্রকৃতিগতভাবে আপনি মিশুক। সহজেই বন্ধুত্ব করতে পারেন। আপনি মেধাবী ও কুশলী। দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন। কিন্তু অতিরিক্ত মেধাই আপনার কাল হতে পারে, বৈচিত্র্যপ্রিয়তা আপনাকে লক্ষ্যচ্যুত করতে পারে। আপনাকে অধ্যবসায়ী, উচ্চভিলাষী ও কর্মে ধারাবাহিকতা বজায় রাখতে শিখতে হবে। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব : পাখি বিশেষজ্ঞ পিটার স্কট, জার্মান সাহাত্যিক থিওজের স্টর্ম, মার্কিন জনসংখ্যাবিদ মার্গারেট স্যাংগার, অলংকারশিল্পী চার্লস গিভসন, গণিতজ্ঞ আইভান ভিনগ্রাদভ, লেখিকা মকবুলা মনজুর।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
শরীর অসুস্থ হতে পারে। সাময়িক অসুস্থতা নিয়ে চিন্তা না করলেই ভালো করবেন। খাওয়া-দাওয়ায় সতর্ক থাকুন। শত্রুপক্ষের তৎপরতা বৃদ্ধি পাবে। নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সচেতন থাকুন। কর্মপরিবেশ অনুকূলে নাও থাকতে পারে।
বৃষ (২১ এপ্রিল-২০ মে)
বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। সম্ভাব্য সন্তান লাভের যোগ আছে। প্রাপ্ততথ্য ভালোভাবে যাচাই করে নিন। প্রণয়-সংক্রান্ত বিয়য়াদির জন্যও দিনটি শুভ। আজ প্রয়োজনে সীমিত ঝুঁকি নিতে পারেন।
মিথুন (২১ মে-২০ জুন)
দিনটি শুভ সম্ভাবনাময়। বন্ধুদের সহযোগিতা পাবেন। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভের সম্ভাবনা আছে। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। মন ভালো থাকবে।
কর্কট (২১ জুন – ২০ জুলাই)
বাড়িতে অতিথিসমাগম হতে পারে। আপ্যায়নের জন্য ব্যয় বৃদ্ধি পেতে পারে। পুরোনো কোনো আত্মীয়ের সান্নিধ্যে আনন্দ পাবেন। ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। প্রতিবেশীর সঙ্গে কোনো বিরোধ থাকলে তা মিটে যেতে পারে। কাজকর্মে উৎসাহ বোধ করবেন।
সিংহ (২১ জুলাই- ২১ আগস্ট)
আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায় হতে পারে। ব্যবসায়িক যোগাযোগ শুভ। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। শেয়ার ব্যবসায়ীরা আজ কোনো ঝুঁকি না নিলেই ভালো করবেন। প্রবাসীদের জন্য দিনটি শুভ।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
শরীর মোটামুটি ভালো থাকবে। প্রাপ্ততথ্যের ওপর নির্ভর করতে পারেন। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। মন ভালো থাকার সম্ভাবনা আছে। যৌথ ও অংশীদারি ব্যবসায়ে সুফল পাবেন। দূরের যাত্রা শুভ।
তুলা (২৩ সেপ্টেম্বর- ২১ অক্টোবর)
ভ্রমণের সুযোগ পেতে পারেন। শরীর অসুস্থ হতে পারে। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। কোনো পূর্ব কর্মের ফল ভোগ করতে পারেন। আইনি ঝামেলা এড়িয়ে চলুন। ট্যাক্স সংক্রান্ত সমস্যা হতে পারে।
বৃশ্চিক (২৩ অক্টোবর – ২২ নভেম্বর)
প্রেম-ভালোবাসার জন্য দিনটি শুভ। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূলে থাকবে। সন্তানের কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে। প্রবাসী আপনজনের সঙ্গে যোগাযোগ হতে পারে। রোমান্স ও বিনোদন শুভ। সাংগঠনিক কাজে সুফল পাবেন।
ধনু (২২ নভেম্বর- ২০ ডিসেম্বর)
পারিবারিক পরিবেশ ভালো থাকবে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। বেকারদের কর্মসংস্থান প্রচেষ্টায় সাফল্য আসতে পারে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পাবেন। চাকরীজীবীদের কর্মস্থলে ভালো কিছু ঘটতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ।
মকর (২১ ডিসেম্বর–১৯ জানুয়ারি)
দিনটি সামগ্রিকভাবে শুভ সম্ভাবনাময়। ভাগ্যোন্নতির প্রচেষ্টায় সাফল্য আসতে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। উচ্চশিক্ষার্থীদের প্রত্যাশা পূরণের লক্ষ্যে অগ্রগতি হতে পারে। ধর্ম বা আধ্যাত্মিকতার প্রতি অনুরাগ সৃষ্টি হতে পারে। দূরের যাত্রা শুভ।
কুম্ভ (২০ জানুয়ারি- ১৮ ফেব্রুয়ারি)
শরীর অসুস্থ হতে পারে। বিবাদ এড়িয়ে চলুন। কোনো সামাজিক সমস্যায় পড়তে পারেন। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। বদনাম রটার আশঙ্কা আছে। রিপুকে সংযত রাখার চেষ্টা করুন।
মীন (১৯ ফেব্রুয়ারি- ২০ মার্চ)
ব্যবসায়িক দিক ভালো যাবে। বিক্রয়-বাণিজ্যে লাভযোগ আছে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। যৌথ ও অংশীদারি ব্যবসায় কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। বৈবাহিক যোগাযোগ ফলপ্রসূ হতে পারে।