রাশিফল
ঝুঁকি নেবেন না বৃশ্চিক, আর্থিক দিক ভালো যাবে ধনুর
আজ যদি আপনার জন্মদিন হয়, তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কন্যা রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৭। আপনার ওপর প্রভাবকারী গ্রহ বুধ ও নেপচুন। আপনার শুভসংখ্যা ৫ ও ৭। শুভবার বুধবার ও সোমবার। শুভ রত্ন পান্না। প্রকৃতিগতভাবে আপনি বিশ্লেষণী ক্ষমতার অধিকারী। ইনটুইশন প্রখর। কোনো কাজে ক্লান্তি নেই। তাড়াহুড়ো ও ঝুঁকি-ভাক্কির মধ্যে সাধারণত থাকতে চান না। নিজে না বুঝলে বয়স্ক ও অভিজ্ঞদের পরামর্শ নিয়ে কাজ করতে আগ্রহী। অপেক্ষাকৃত বয়স্কদের সঙ্গে সহজে বন্ধুত্ব গড়ে ওঠে। বস্তুগত সাফল্যের চেয়ে মানসিক ও বুদ্ধিভিত্তিক সাফল্যের প্রতিই ঝোঁক বেশি। আধ্যাত্মিকতার প্রতি সহজেই আকৃষ্ট হতে পারেন। আপনাকে উচ্চাভিলাষী ও উদ্যোগী হতে হবে। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব : সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি কুয়াই ইউ, বিজ্ঞানী অ্যালবার্ট কসেল লরেন বেকল, চেঙ্গিস খান, ঔপন্যাসিক ফ্রান্স সিলানপা, অভিনেতা আবুল কাসেম।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
ব্যবসায়িক দিক ভালো যাবে। যৌথ ও অংশীদারি কারবারে নিজের কর্তৃত্ব রাখতে পারবেন। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। অবিবাহিতদের বিয়ের যোগ আছে। যাত্রা ও যোগাযোগ শুভ।
বৃষ (২১ এপ্রিল-২০ মে)
শরীর ভালো যাবে না। সাময়িক অসুস্থতায় ভুগতে পারেন। শত্রুপক্ষের তৎপরতা বৃদ্ধি পাবে। সীমা লঙ্ঘন করার চেষ্টা করা ঠিক হবে না। কর্মপরিবেশ ভালো নাও থাকতে পারে। আহারে-বিহারে সতর্ক থাকতে পারলে ভালো করবেন।
মিথুন (২১ মে-২০ জুন)
প্রণয়ে সাফল্য সম্ভাবনা আছে। তবে নিজের মনোভাব প্রতিপক্ষকে স্পষ্টভাবে বুঝতে দিন। সৃজনশীল কাজকর্মে সুফল পাবেন। শিল্প-সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ততাদের জন্য দিনটি শুভ। কর্মপরিবেশ ভালো নাও থাকতে পারে। বিবাদ এড়িয়ে চলুন।
কর্কট (২১ জুন-২০ জুলাই)
আধ্যাত্মিক কাজকর্মে তৃপ্তি বোধ করবেন। পারিবারিক পরিবেশ ভালো থাকবে না। অবচেতন মনে যা আছে, তা সেভাবেই থাকতে দিন। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভের সম্ভাবনা আছে। বন্ধুদের সহযোগিতা পাবেন।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
নতুন আত্মীয় লাভের যোগ আছে। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। পরিবেশ-পরিস্থিতির সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করুন। ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো যাবে। প্রয়োজনে তাদের সমর্থন ও সহযোগিতা আশা করতে পারেন। মনোবল বৃদ্ধি পাবে।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে। ব্যবসায়িক যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। প্রয়োজনে সীমিত ঝুঁকি নিন। প্রাপ্ত তথ্যের ওপর নির্ভর করতে পারেন। বৈদেশিক যোগাযোগ শুভ।
তুলা (২৩ সেপ্টেম্বর-২১ নভেম্বর)
দিনটি সামগ্রিকভাবে শুভ। শরীর ভালো থাকবে। মনে কোনো অশান্তি থাকলে তা ঠিক হয়ে যাবে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। আপনার বিনয়ী আচরণও কাজ উদ্ধারে সহায়ক হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২২ অক্টোবর)
শরীর অসুস্থ হতে পারে। পুরোনো কোনো রোগ নতুনভাবে দেখা দিতে পারে। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। কোনো পূর্ব কর্মের ফল ভোগ করতে পারেন। বিবাদ এড়িয়ে চলুন। তবে আজ কোনো ঝুঁকি নেওয়া ঠিক হবে না।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধির সম্ভাবনা আছে। বন্ধুদের সহযোগিতা পাবেন। পেশাগত কোনো যুক্তি সম্পাদন হতে পারে। প্রত্যাশা পূরণের সুযোগ পেতে পারেন। সাংগঠনিক কাজে সুফল পাওয়ার সম্ভাবনা আছে।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
সামাজিক কাজকর্মে আংশ নিতে পারেন। সুনাম বৃদ্ধির সম্ভাবনা আছে। জনসংযোগে সুফল পেতে পারেন। কোনো উচ্চাশা পূরণ হতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পাবেন।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
উচ্চ শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। সামাজিক কাজকর্মে সুফল পাবেন। ভাগ্যোন্নতির উদ্যোগ সফল হতে পারে। তীর্থযাত্রা শুভ।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
দিনটি খুব একটা ভালো নাও যেতে পারে। ব্যবসায়িক ব্যাপারে সতর্ক পদক্ষেপ নিন। ট্যাক্স-সংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। শরীর ভালো যাবে না। বদনাম সম্পর্কে সতর্ক থাকুন। কোনো ধরনের সামাজিক সমস্যার উদ্ভব হতে পারে।