রাশিফল
রোমান্স শুভ মিথুনের, বদনাম হতে পারে মীনের
আজ যদি আপনার জন্মদিন হয়, তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কন্যা রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৮। আপনার ওপর প্রভাবকারী গ্রহ বুধ ও শনি। আপনার শুভসংখ্যা ৫ ও ৮। শুভবার বুধবার ও শনিবার। শুভ রত্ন পান্না ও নীলা। প্রকৃতিগতভাবে আপনি পরিশ্রমী ও সিরিয়াস। সাফল্যের প্রচারের চেয়ে কাজ করার প্রতিই আগ্রহ বেশি। আপনি স্বভাবে চাপা। আপনি অমায়িক ও ভদ্র হওয়া সত্ত্বেও ঘনিষ্ঠ বন্ধুত্ব সহজে গড়তে পারেন না। আপনি নিয়মানুবর্তিতা ও ধৈর্যের সঙ্গে সমস্যা মোকাবিলা করতে চান। জ্ঞান অর্জন ও পড়াশোনার প্রতি আপনার আজন্ম ঝোঁক আছে। আপনার বুদ্ধিভিত্তিক ক্ষমতা অনেকের ঈর্ষার কারণ হতে পারে। ৩৫ বছরের আগ পর্যন্ত অগ্রগতি অব্যাহত থাকবে। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব : গণিতজ্ঞ বার্নাড রেইম্যান, বিজ্ঞানী কুন্সতাস্টেইন, টিসোলোকভস্কি, নাহিদ রেজা রুমু, নরেন্দ্র মোদি।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
সামাজিক সম্প্রীতি বৃদ্ধি পাবে। দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। প্রণয়-সংক্রান্ত বিষয়ে অগ্রগতি হতে পারে। ঘনিষ্ঠ কোনো বন্ধুর সান্নিধ্যে আনন্দ পাবেন। ব্যবসায়িক দিক ভালো যাবে। নতুন বিনিয়োগ শুভ।
বৃষ (২১ এপ্রিল-২০ মে)
শরীর ভালো যাবে না। সাময়িক অসুস্থতায় ভুগতে পারেন। খুব একটা উদ্বিগ্ন না হলেই চলবে। নিজের দায়িত্ববোধ সম্পর্কে সতর্ক থাকুন। কর্মপরিবেশ অনুকূলে থাকবে না। সহকর্মীদের সঙ্গে কোনো ধরনের ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে।
মিথুন (২১ মে-২০ জুন)
শিল্প-সংস্কৃতির সঙ্গে জড়িত ব্যক্তিদের জন্য দিনটি শুভ। সৃজনশীল কাজে অগ্রগতি হতে পারে। প্রেম-ভালোবাসার ব্যাপারেও সময় অনুকূলে থাকবে। সন্তানের কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে। নিজেকে যথাযথভাবে প্রকাশ করার চেষ্টা করুন। রোমান্স ও বিনোদন শুভ।
কর্কট (২১ জুন-২০ জুলাই)
মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভের সম্ভাবনা আছে। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। কোনো কারণে আবেগপ্রবণ হয়ে উঠতে পারেন। মন ভালো থাকবে। বন্ধুদের সহযোগিতা পাবেন।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
দিনটি সামগ্রিকভাবে শুভ সম্ভাবনাময়। আত্মীয়দের সান্নিধ্য আনন্দদায়ক হতে পারে। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। ছোট ভাইবোনদের সমর্থন ও সহযোগিতা পাবেন। যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। কাজকর্মে উৎসাহ পাবেন।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে। ব্যবসায়িক ক্ষেত্রে নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। তবে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করলেই ভালো করবেন। মানবিক মূল্যবোধকে প্রাধান্য দিন। দূরের যাত্রা শুভ।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
শরীর ভালো থাকবে। অসুস্থদের আরোগ্য লাভের সম্ভাবনা আছে। মনোবল বজায় থাকবে। ভদ্র ও বিনয়ী আচরণ দিয়ে অন্যের মন জয় করা সহজ হতে পারে। ব্যক্তিত্ব দ্বারা অন্যকে প্রভাবিত করতে পারবেন। বিনোদন শুভ।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
গোপন শত্রুরা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। আপনার কোনো ব্যর্থতার জন্য সমালোচিত হতে পারেন। ভ্রমণের সুযোগ পেতে পারেন। পুরোনো কোনো জটিল রোগ মাথাচাড়া দিয়ে উঠতে পারে। প্রয়োজনবোধে চিকিৎসকের পরামর্শ নিন। আইনগত ঝামেলা এড়িয়ে চলতে পারলে ভালো করবেন।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
আয়-উপার্জন বৃদ্ধি পেতে পারে। বন্ধুদের সহযোগিতা পাবেন। নতুন কোনো পরিকল্পনা হাতে নিতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। বড় ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। প্রবাসী আপনজনের সঙ্গে যোগাযোগ হতে পারে।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
সময় অনুকূলে থাকবে। সামাজিক কাজে জড়াতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ পিতার আরোগ্য লাভের সম্ভাবনা আছে। কর্মপরিবেশ অনুকূলে থাকবে।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
সামাজিক মর্যাদা বৃদ্ধি পেতে পারে। উচ্চ শিক্ষার্থীদের জন্য সময় ভালো থাকবে। পেশাগত ক্ষেত্রে কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। ধর্মীয় কাজে ভ্রমণ হতে পারে। যাত্রা শুভ।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
সময় খুব একটা অনুকূলে থাকবে না। কোনো ধরনের সামাজিক সমস্যায় জড়াতে পারেন। বদনাম সম্পর্কে সতর্ক থাকুন। শরীর অসুস্থ হতে পারে। মৃত ব্যক্তির সম্পত্তি পেতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে না।