রাশিফল
বিনিয়োগে সাফল্য পাবেন তুলা, ভ্রমণের সুযোগ ধনুর
আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কন্যা রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা ১ ও ৫। আপনার ওপর প্রভাবকারী গ্রহ রবি ও বুধ। আপনার শুভসংখ্যা ১ ও ৫। শুভবার রবি ও বুধ। শুভ রত্ন চুনি ও পান্না।
প্রকৃতিগতভাবে আপনি আত্মবিশ্বাসী, পরিশ্রমী ও অধ্যবসায়ী। মেধা ও বুদ্ধি থাকায় সহজে যে কোনো বিষয় বুঝতে পারেন। আর আপনি সব কিছু জানতে ও শিখতে চান। আপনি সৃজনশীল, সৌন্দর্যপ্রিয় ও শান্তিপ্রিয়।
বিরোধ ও বিবাদ এড়িয়ে চলতে চান। নিজেকে ব্যক্ত করার ক্ষমতা আছে আপনার। সেই সঙ্গে কৌশলী ও লক্ষ্যে অবিচল থাকলে আপনাকে কেউ আটকাতে পারবে না। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব : ঔপন্যাসিক উইলিয়াম গোল্ডিং, অভিনেত্রী সুচন্দা, বিমল কর, ডা. অরূপ রতন চৌধুরী, সাংবাদিক ফুয়াদ হাসান, অচিন্ত্য কুমার সেনগুপ্ত ও সালমান শাহ।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। শরীর অসুস্থ হতে পারে। গোপন কোনো রোগে ভুগতে পারেন। খারাপ কোনো সংবাদ পেতে পারেন। কোনো ধরনের সামাজিক সমস্যার উদ্ভব হতে পারে। শোকগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে।
বৃষ (২১ এপ্রিল-২০ মে)
ব্যবসায়িক দিক ভালো যাবে। বিক্রয় বাণিজ্যে লাভের যোগ আছে। যৌথ ও অংশীদারি ব্যবসায় সুফল পাবেন। সামাজিক সম্প্রীতি বৃদ্ধি পেতে পারে। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। অবিবাহিতদের কারো কারো বিয়ে হতে পারে।
মিথুন (২১ মে-২০ জুন)
শরীর অসুস্থ হতে পারে। সাময়িক অসুস্থতাকে খুব একটা গুরুত্ব না দিলেও চলবে। শত্রুপক্ষের তৎপরতা বৃদ্ধি পাবে। নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন থাকার চেষ্টা করুন। সীমা লঙ্ঘন না করলেই ভালো করবেন। কর্মপরিবেশ খুব একটা ভালো নাও থাকতে পারে।
কর্কট (২১ জুন-২০ জুলাই)
বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। শ্রদ্ধাভাজন ব্যক্তিদের অসম্মান করবেন না। নতুন বন্ধুলাভের যোগ আছে। প্রণয়ে সাফল্যের সম্ভাবনা আছে। নিজের মনোভাব যথাযথভাবে প্রকাশ করতে পারলে সাড়া পাওয়ার সম্ভাবনা আছে।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভের সম্ভাবনা আছে। বন্ধুদের সহযোগিতা পাবেন। কোনো আশা পূরণ হতে পারে। বিদ্যার্থীদের জন্য আজ সময় অনুকূলে থাকবে। আধ্যাত্মিকতার প্রতি অনুরাগ বৃদ্ধি পেতে পারে।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
কনিষ্ঠ ভাই-বোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। প্রয়োজনে তাদের সমর্থন ও সহযোগিতা পাবেন। বাড়িতে অতিথিসমাগম হতে পারে। আপ্যায়নের জন্য ব্যয় বৃদ্ধি পেতে পারে। কাজকর্মে উৎসাহ পাবেন। সাহসিকতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে পারবেন।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
সময় সামগ্রিকভাবে অনুকূলে থাকবে। আর্থিক দিক ভালো যেতে পারে। প্রাপ্তি যোগ আছে। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করতে পারবেন। ব্যবসায়িক বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। প্রয়োজনে সীমিত ঝুঁকি নিতে পারেন।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। সুনাম ও মর্যাদা বৃদ্ধির সম্ভাবনা আছে। নিজের যোগ্যতার প্রমাণ দিতে পারবেন। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করা সম্ভব হতে পারে। শরীর মোটামুটি ভালো থাকবে।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
দিনটি খুব একটা ভালো নাও যেতে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। ব্যয়াধিক্য দেখা দিতে পারে। আর্থিক দিক ভালো যাবে না। কোনো পূর্ব কর্মের ফল ভোগ করতে পারেন। হঠাৎ অসুস্থবোধ করতে পারেন।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধি পাবে। বন্ধুদের সহযোগিতা পাবেন। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। রাজনীতিবিদদের জন্য সময় অনুকূলে থাকবে। জনসম্পৃক্ততা বৃদ্ধি পাবে।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
সামাজিক কর্মে জড়াতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পাবে। পাবলিক ইমেজ বৃদ্ধি পেতে পারে। কর্মপরিবেশ অনুকূলে থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পাবেন। যাত্রা ও যোগাযোগ শুভ।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
সামাজিক মর্যাদা বৃদ্ধির সম্ভাবনা আছে। ভাগ্যোন্নয়নের কোনো কাজে সাফল্য পেতে পারেন। আজ কোনো ঝুঁকি নেওয়া ঠিক হবে না। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। প্রবাসী আপনজনের সঙ্গে যোগাযোগ হতে পারে। সৎসঙ্গ আনন্দদায়ক হতে পারে।